সোমবার, ২১ ডিসেম্বর ২০২০
প্রথম পাতা » অপরাধ | জাতীয় | ঢাকা | বিভাগের খবর | রাজধানী | শিরোনাম | সর্বশেষ » দুর্নীতি দমন কমিশনের রিমান্ডে পাপিয়া দম্পতি।।লালমোহন বিডিনিউজ
দুর্নীতি দমন কমিশনের রিমান্ডে পাপিয়া দম্পতি।।লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, ডেস্ক : অবৈধ সম্পদ অর্জনের মামলায় নরসিংদী যুব মহিলা লীগের বহিষ্কৃত নেত্রী শামিমা নূর পাপিয়া ও তার স্বামী মফিজুর রহমানকে তিনদিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করেছে দুদক।
রিমান্ডে কি বেরিয়ে আসে তার ওপর ভিত্তি করে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন দুদক সচিব ড. মু. আনোয়ার হোসেন হাওলাদার। সোমবার বিকেল সাড়ে ৩টায় পাপিয়া দম্পতিকে কাশিমপুর কারাগার থেকে দুদকের প্রধান কার্যালয়ে আনা হয়। এরপর এ দম্পতির জিজ্ঞাসাবাদ শুরু হয়।
গত ১৪ই ডিসেম্বর দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে তিনদিনের রিমান্ড মঞ্জুর করে আদালত। ৪ঠা আগস্ট সংস্থার উপ-পরিচালক শাহীন আরা মমতাজ বাদী হয়ে তাদের বিরুদ্ধে মামলাটি করেন।
মামলার অভিযোগে বলা হয়েছে, ২০১৯ সালের ১২ই অক্টোবর থেকে চলতি বছরের ২২শে ফেব্রুয়ারি পর্যন্ত ওয়েস্টিন হোটেলের ২৫টি রুমে অবস্থান করে ৩ কোটি ২৩ লাখ টাকা বিল নগদ পরিশোধ করেন পাপিয়া। সে সময় প্রায় ৪০ লাখ টাকার শপিং করেন। যার কোনো বৈধ উৎস দেখাতে পারেননি তিনি।