শনিবার, ১৯ ডিসেম্বর ২০২০
প্রথম পাতা » জাতীয় | ঢাকা | বিভাগের খবর | রাজধানী | রাজনীতি | শিরোনাম | সর্বশেষ » ঐক্যবদ্ধ হওয়ার ঘোষণা গণফোরামের।।লালমোহন বিডিনিউজ
ঐক্যবদ্ধ হওয়ার ঘোষণা গণফোরামের।।লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, ডেস্ক : ঐক্যবদ্ধ হওয়ার ঘোষণা দিয়েছে গণফোরাম। দলের ভেতর আর বিভেদ নেই বলে জানিয়েছেন সভাপতি ড. কামাল হোসেন।
শনিবার (১৯ ডিসেম্বর) সকালে বেইলি রোডে ড. কামালের বাসভবনে বৈঠক করেন মোস্তাফা মহসিন মন্টু’সহ দলের সিনিয়র নেতারা।
বৈঠকের পর সংবাদ সম্মেলনে ড. কামাল জানান, আগামী ৯ জানুয়ারি দলের পরবর্তী কাউন্সিল হবে এবং অন্যান্য কর্মসূচির বিষয়ে আনুষ্ঠানিক সিদ্ধান্ত নেয়া হবে।
করোনার জন্য আইসোলেশনে থাকায় দলের সাধারণ সম্পাদক রেজা কিবরিয়া, সিনিয়র নেতা সুব্রত চৌধুরী ও অধ্যাপক আবু সাঈদ বৈঠকে উপস্থিত ছিলেন না।