শুক্রবার, ১৮ ডিসেম্বর ২০২০
প্রথম পাতা » কোর্ট-কাচারী | জাতীয় | ঢাকা | বিভাগের খবর | রাজধানী | শিরোনাম | সর্বশেষ » মামলার জট কমাতে বিচারকদের প্রতি রাষ্ট্রপতির আহবান।।লালমোহন বিডিনিউজ
মামলার জট কমাতে বিচারকদের প্রতি রাষ্ট্রপতির আহবান।।লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, ডেস্ক : মামলার জট কমাতে বিচারকদের আরো বেশি কাজ করার আহবান জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আবদুল হামিদ। বিচার বিভাগকে আরো ডিজিটাল সেবা ব্যবস্থার আওতায় নিয়ে আসারও তাগিদ দেন তিনি।
১৯৭২ সালে স্বাধীন বাংলাদেশে ১৮ই ডিসেম্বর সুপ্রিমকোর্ট প্রতিষ্ঠা করেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তিনিই উদ্বোধন করেন বাংলাদেশ সুপ্রিমকোর্ট। ২০১৭ সাল থেকে পালিত হচ্ছে সুপ্রিমকোর্ট দিবস। তারই ধারাবাহিকতায় শুক্রবার সুপ্রিমকোর্ট দিবস উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়। পবিত্র ধর্মগ্রন্থ থেক পাঠের মধ্য দিয়ে শুরু হয় সুপ্রিমকোর্ট দিবসের অনুষ্ঠান।
আবদুল হামিদ বলেন, সংবিধানের ২৭ অনুচ্ছেদে বলা হয়েছে ‘সকল নাগরিক আইনের দৃষ্টিতে সমান এবং আইনের সমান আশ্রয় লাভের অধিকারী’। তাই মনে রাখতে হবে, একজন বিচারপ্রার্থীর ন্যায়বিচার পাওয়া তার অধিকার। আর নাগরিকের সে অধিকার নিশ্চিত করা আমাদের দায়িত্ব ও কর্তব্য।
‘এখানে দয়া বা আনুকূল্যের কোনো বিষয় নেই। দেশ, জনগণ ও সংবিধানের প্রতি দায়বদ্ধ থেকে বিচারক, আইনজীবী ও সংশ্লিষ্ট সবাই তাদের মেধা ও মনন প্রয়োগের মাধ্যমে আইনের শাসন প্রতিষ্ঠা ও ন্যায়বিচার নিশ্চিত করবেন- সুপ্রিম কোর্ট দিবসে এটাই সবার প্রত্যাশা।’
অন্যদিকে, ন্যায়বিচার নিশ্চিত করতে বিচারকদের ‘ব্যক্তি দায়বদ্ধতা’ জরুরি বলে মনে করেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন। তিনি আরো বলেন, ন্যায়বিচার নিশ্চিত করে জনগণের আস্থা অর্জনের কোনো বিকল্প নেই।
বঙ্গবন্ধুর স্মরণে বক্তব্য রাখেন হাইকোর্ট বিভাগের বিচারপতি এম ইনায়েতুর রহিম। তিনি বলেন, বঙ্গবন্ধু হত্যা মামলার বিচার শেষ করে সুপ্রিমকোর্ট সামান্য ঋণ শোধ করেছে মাত্র।
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির সম্পাদক ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল ও সভাপতি ও অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন। বিশেষ অতিথির বক্তব্যে আইনমন্ত্রী বলেন, কারোনাকালে দেশের বিচার বিভাগ অভাবনীয় সফলতা দেখিয়েছে।
পরে সুপ্রিমকোর্ট স্মারকগ্রন্থ মোড়ক উন্মেচন করেন প্রধান বিচারপতি ও আইনমন্ত্রীসহ অন্যন্যা বিচারপতিগণ। এসময় সুপ্রিমকোর্টের পথচলা নিয়ে একটি প্রামাণ্যচিত্র উপস্থাপন করা হয়।