শুক্রবার, ১৮ ডিসেম্বর ২০২০
প্রথম পাতা » অর্থনীতি | জেলার খবর | বরিশাল | বিভাগের খবর | লালমোহন | শিরোনাম | সর্বশেষ » লালমোহনে প্রয়াত মুক্তিযোদ্ধার নামে বাজারের নামকরণ।।লালমোহন বিডিনিউজ
লালমোহনে প্রয়াত মুক্তিযোদ্ধার নামে বাজারের নামকরণ।।লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, নিজস্ব প্রতিনিধি : ভোলার লালমোহন উপজেলার পশ্চিম চরউমেদ ইউনিয়নের ৭নং ওয়ার্ড এলাকায় প্রয়াত বীর মুক্তিযোদ্ধা “আলহাজ্ব আবু মুছা কমান্ডার” এর নামে বাজারের নামকরণ করা হয়েছে।
এ উপলক্ষে শুক্রবার (১৮ ডিসেম্বর) বাদ আসর আবু মুছা কমান্ডার বাজারে আলোচনা সভা ও দোয়া মোনাজাতের আয়োজন করা হয়।
বীর মুক্তিযোদ্ধা আবু মুছা কমান্ডারের ছেলে আলহাজ্ব রেজাউল করিম এর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন পশ্চিম চরউমেদ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব আবু ইউসুফ, গজারিয়া বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি সেলিম বেপারী, ৭নং ওয়ার্ড ইউপি সদস্য আশরাফুল আলম টুলু, লালমোহন করিমুন্নেছা-হাফিজ মহিলা কলেজ এর সাবেক অধ্যাপক আবু জাহের প্রমুখ।