
শুক্রবার, ১৮ ডিসেম্বর ২০২০
প্রথম পাতা » অপরাধ | জাতীয় | বিভাগের খবর | যশোর | শিরোনাম | সর্বশেষ » কুষ্টিয়ায় ব্রিটিশবিরোধী বিপ্লবী বাঘা যতীনের ভাস্কর্য ভাঙচুর: ৩জন আটক।।লালমোহন বিডিনিউজ
কুষ্টিয়ায় ব্রিটিশবিরোধী বিপ্লবী বাঘা যতীনের ভাস্কর্য ভাঙচুর: ৩জন আটক।।লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, ডেস্ক : কুষ্টিয়ায় এবার ভাঙচুর করা হলো ভারতে ব্রিটিশ শাসনবিরোধী সশস্ত্র সংগ্রামের বাঙ্গালি বিপ্লবী বাঘা যতীনের ভাস্কর্য। পুলিশের ধারণা রাতে দুষ্কৃতিকারীরা ভাস্কর্য ভাংচুর করেছে
কুষ্টিয়া জেলার পুলিশ সুপার এস এম তানভীর হোসেন গণমাধ্যমকে বলেছেন, এই্ ঘটনায় সন্দেহভাজন ৩ জনকে আটক করা হয়েছে।
জেলা প্রশাসক আসলাম হোসেন জানিয়েছেন, আটকদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনার ব্যাপারে সুনির্দিষ্ট অনেক তথ্য পেয়েছেন।
এর আগে কুষ্টিয়া জেলার কুমারখালী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মজিবুর রহমান জানান, বৃহস্পতিবার মধ্যরাতের দিকে ভাস্কর্যটিতে ভাঙচুর করার হয়েছে বলে তারা ধারণা করা হচ্ছে।
“আমরা সব দিক মিলিয়ে কাজ করছি দুষ্কৃতিকারীদের খুঁজে বের করতে। আশা করি তাদের ধরে আইনের আওতায় আনতে পারবো বলেও জানান তিনি।
যতীন্দ্রনাথ মুখোপাধ্যায় ছিলেন স্বাধীনতা সংগ্রামী, যিনি কুষ্টিয়ার কুমারখালী উপজেলার কয়া গ্রামে জন্মেছিলেন বলে বাংলাদেশ সরকারি তথ্য বাতায়নের বলা হয়েছে।
এর আগে কুষ্টিয়াতেই বাংলাদেশের প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙচুরের ঘটনা ঘটেছিলো।