শুক্রবার, ১৮ ডিসেম্বর ২০২০
প্রথম পাতা » আন্তর্জাতিক | জাতীয় | ঢাকা | বিভাগের খবর | রাজধানী | শিরোনাম | সর্বশেষ » আজ আন্তর্জাতিক অভিবাসী দিবস: রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শুভেচ্ছা।।লালমোহন বিডিনিউজ
আজ আন্তর্জাতিক অভিবাসী দিবস: রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শুভেচ্ছা।।লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, ডেস্ক : আজ শুক্রবার (১৮ ডিসেম্বর) আন্তর্জাতিক অভিবাসী দিবস আজ। ‘মুজিববর্ষের আহ্বান, দক্ষ হয়ে বিদেশ যান’ এ স্লোগানে এবার পালিত হচ্ছে দিবসটি।
দিবসটি উপলক্ষ্যে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা সবাইকে শুভেচ্ছা জানিয়ে বাণী দিয়েছেন। অভিবাসী কর্মীরা কোথাও যাতে হয়রানির শিকার না হয়, তা নিশ্চিতের আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। রাষ্ট্রপতি তার বাণীতে জানান, বৈশ্বিক করোনা মহামারির বিস্তার শুরু হবার পর থেকে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় বিভিন্ন দেশে আটকে পড়া অভিবাসীদের দেশে প্রত্যাগমন, অভিবাসী কর্মীদের খাদ্য ও আর্থিক সহায়তাসহ তাঁদের প্রয়োজনীয় সহায়তা প্রদান করেছে যা অত্যন্ত প্রশংসনীয়। দেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে প্রত্যেক অভিবাসীকে গন্তব্য দেশের ভাষাজ্ঞান ও সংস্কৃতি জানার পাশাপাশি সে দেশের আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে নিজ দেশের সংস্কৃতি ও ঐতিহ্যকে তুলে ধরতে হবে।
আর সরকার বছরে প্রতি উপজেলা থেকে এক হাজার কর্মী বিদেশে পাঠানোর পরিকল্পনা নিয়ে কাজ করছে বলে জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানান, বৈশ্বিক চাহিদার ভিত্তিতে কারিগরি প্রশিক্ষণ প্রদান, অভিবাসন ব্যয় হ্রাস এবং মধ্যস্বত্বভোগীদের জবাবদিহিতার আওতায় আনতে সেন্ট্রাল ডাটাবেইজ তৈরি, কর্মী নিয়োগ প্রক্রিয়ায় সার্বিক অটোমেশন এবং বিভিন্ন ধরনের ডিজিটালাইজড সেবা প্রদানের কার্যক্রম শুরু করা হয়েছে।