বুধবার, ১৬ ডিসেম্বর ২০২০
প্রথম পাতা » জেলার খবর | বরিশাল | বিভাগের খবর | মুক্তমত | লালমোহন | শিরোনাম | সর্বশেষ » লালমোহনে ৩ মুক্তিযোদ্ধাকে সম্মাননা।।লালমোহন বিডিনিউজ
লালমোহনে ৩ মুক্তিযোদ্ধাকে সম্মাননা।।লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, নিজস্ব প্রতিনিধি : মহান বিজয় দিবসে দিন ভোলার লালমোহনের ৩ বীর মুক্তিযোদ্ধাকে বিজয় দিবস সম্মাননা দিয়েছন বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং এসোসিয়েশন (ভোলা)।
বুধবার (১৬ ডিসেম্বর) দুপুরে কাশফুল চাইনিজ রেস্তোরাঁয় সম্মাননা প্রদান অনুষ্ঠান করে সংগঠনটি। অনুষ্ঠানে সম্মাননা পেয়েছেন, বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমেদ, বীরমুক্তিযোদ্ধা শাহাবুদ্দিন ভূঁইয়া ও শহীদ ল্যান্স নায়েক জামাল উদ্দিন আহমেদ এর সহধর্মিণী বেগম রওশান আরা জামাল ।
বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং এসোসিয়েশন ভোলা জেলা শাখার যুগ্ম আহ্বায়ক প্রকৌশলী বোরহান মাহমুদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, লালমোহন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা অধ্যক্ষ গিয়াসউদ্দিন আহমেদ।
অনুষ্ঠানে মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ করেন বীরমুক্তিযোদ্ধা শাহাবুদ্দিন ভূঁইয়া।
স্মৃতিচারণকালে তিনি বলেন, দেশে বঙ্গবন্ধুর ভাস্কর্য নির্মাণ করা হচ্ছে। আমি এটাকে স্বাগত জানিয়ে একটি দাবি রাখতে চাই, তা হলো দেশের প্রতিটি উপজেলায় বঙ্গবন্ধুর ভাস্কর্য নির্মাণ করা হোক। পাশাপাশি যে সকল কুলাঙ্গাররা বঙ্গবন্ধুকে হত্যা করেছে, তাদের ভাস্কর্য নির্মাণ করা হোক। যাতে করে আগামী প্রজন্ম বঙ্গবন্ধুর ভাস্কর্যে শ্রদ্ধার পাশাপাশি তার হত্যাকারীদের ভাস্কর্য দেখে ঘৃণা করতে শিখে।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধার সন্তান ও ভোলা দক্ষিণ প্রেসক্লাবের সভাপতি প্রভাষক কবি রিপন শান, প্রকৌশলী মেহেদী হাসান মামুন, সংগঠনটির ভোলা জেলা শাখার যুগ্ম আহ্বায়ক বোরহান মাহমুদ, আব্দুল্লাহ আল নোমান, লালমোহন উপজেলা শাখার সভাপতি মুশফিক বাবু প্রমুখ।