মঙ্গলবার, ১৫ ডিসেম্বর ২০২০
প্রথম পাতা » অপরাধ | চরফ্যাশন | জেলার খবর | বরিশাল | বিভাগের খবর | শিরোনাম | সর্বশেষ » চরফ্যাশনে যুবকের লাশ উদ্ধার।।লালমোহন বিডিনিউজ
চরফ্যাশনে যুবকের লাশ উদ্ধার।।লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, চরফ্যাশন প্রতিনিধি : ভোলার চরফ্যাশনে আনোয়ার হোসেন (৩৭) নামের এক ব্যাক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (১৫ ডিসেম্বর) দুপুর ১২ টার দিকে চরফ্যাশন থানাধীন চরমাদ্রাজ ইউনিয়নের চর নিউটন ৫ নং ওয়ার্ডস্থ নদীরপাড়ে পরিত্যাক্ত সাবেক জৈনপুরি হুজুরের ক্যাম্প থেকে তার লাশ উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানায়, নিহত আনোয়ার হোসেন স্থানীয় শাহ আলম মাষ্টারের ছেলে।সে একটি মাছ দরার নৌকার মাঝি ছিল।
জানা যায়, সকালে আনুমানিক ৯ ঘটিকার সময় কিছু শিশু কিশোররা খেলাধুলা করতে নদীর পাড়ে গেলে পরিত্যক্ত ঘরটিতে লাশ দেখে ভয় পেয়ে যান। এবং চিৎকার দিয়ে দৌড়ে দোকানের কাছে লোকজনকে জানান। পরে স্থানীয়রা ইউপি সদস্যকে খবর দেন। ইউপি মেম্বার মোঃ শাহিন তাৎক্ষণিক ঘটনাটি ইউপি চেয়ারম্যানসহ থানায় অবগত করেন। অবগত করিলে থানা থেকে পুলিশ পাঠিয়ে আনুমানিক বারোটার দিকে লাশটি উদ্ধার করা হয়।
চরফ্যাশন থানার অফিসার ইনচার্জের সাথে কথা বললে তিনি জানান, আমি তাৎক্ষণিক খবর পেয়ে পুলিশ লাশটি উদ্ধার করে।তবে প্রাথমিকভাবে লাশের শরীরে কোনো ক্ষত পাওয়া যায়নি। এ বিষয়ে নিহতের পরিবার অপমৃত্যুর মামলা দায়ের করেছেন। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। তদন্ত চলছে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।