
মঙ্গলবার, ১৫ ডিসেম্বর ২০২০
প্রথম পাতা » জেলার খবর | বরিশাল | বিভাগের খবর | মনপুরা | মুক্তমত | শিরোনাম | সর্বশেষ » মনপুরায় কারিতাস মুক্তি-৩ প্রকল্পের পরিচিত সভা।।লালমোহন বিডিনিউজ
মনপুরায় কারিতাস মুক্তি-৩ প্রকল্পের পরিচিত সভা।।লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, মনপুরা প্রতিনিধি : মনপুরায় কারিতাস মুক্তি-৩ প্রকল্পের পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৪ ডিসেম্বর) কারিতাস বরিশাল অঞ্চলের আয়োজনে উপজেলা পরিষদ হল রুমে পরিচয় সভা অনুষ্ঠিত হয়।
সভার সভাপতিত্ব করেন কারিতাস বরিশাল অঞ্চলের আঞ্চলিক পরিচালক ফ্যান্সিস ব্যাপারী। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও আ’লীগ সভাপতি শেলিনা আকতার চৌধুরী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মোঃ শামিম মিয়া,উপজেলা আ’লীগের সিনিয়র সহসভাপতি একেএম শাহজাহান,বরিশাল মুক্তি-৩ প্রকল্পেরপ্রোগ্রাম অফিসার সুমত্র মজুমদার।
কারিতাস মুক্তি-৩ প্রকল্পের মনিটরিং এন্ড ইভ্যালুয়েশন অফিসার মোঃ জহিরুল ইসলাম এর সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন দক্ষিণ সাকুচিয়া ইউপি চেয়ারম্যান মোঃ অলিউল্যাহ কাজল, আগৈলঝাড়া প্রেসক্লাবের সিনিয়র সাংবাদিক ননী গোপাল বিশ্বাস, প্রেসক্লাব সভাপতি মোঃ আলমগীর হোসেন,মনপুরা কারিতাস মুক্তি -৩ প্রকল্প-জুনিয়র প্রোগ্রাম অফিসার শ্রী অশোক কুমার রায় প্রমুখ।