
মঙ্গলবার, ১৫ ডিসেম্বর ২০২০
প্রথম পাতা » চট্টগ্রাম | জাতীয় | বিভাগের খবর | শিরোনাম | সর্বশেষ » হাতিয়ায় বরযাত্রীবাহী ট্রলার ডুবিঃ ৭ জনের মৃত্যু।।লালমোহন বিডিনিউজ
হাতিয়ায় বরযাত্রীবাহী ট্রলার ডুবিঃ ৭ জনের মৃত্যু।।লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, ডেস্ক : নোয়াখালীর হাতিয়ার চেয়ারম্যান ঘাটের দক্ষিণ-পশ্চিমে মেঘনা নদীতে বরযাত্রীসহ ইঞ্জিনচালিত ট্রলার ডুবির ঘটনায় ৭ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার (১৫ ডিসেম্বর) দুপুরের দিকে হাতিয়ার কেয়ারিংচর থেকে ৮০-৮৫ জন বরযাত্রী নিয়ে ডালচর যাওয়ার পথে এ ট্রলারডুবির ঘটনা ঘটে। এসময় নববধূসহ পাঁচজনের মরদেহ উদ্ধার করে স্থানীয়রা।
স্থানীয় একাধিক সূত্র জানিয়েছে, ইঞ্জিনচালিত ট্রলারটি ঢালচর যাওয়ার পথে চেয়ারম্যান ঘাটের দক্ষিণ-পশ্চিমে নদীতে হঠাৎ ডুবে যায়। এক পর্যায়ে স্রোতে ট্রালারটি টাংকির ঘাট এলাকায় ভিড়ে। পরে স্থানীয়রা ওই ট্রলার থেকে পাঁচজনের মরদেহ উদ্ধার করে। এরমধ্যে নববধু, চারজন নারী ও শিশু রয়েছেন। বাকিদের ব্যাপারে এখনো নিশ্চিত হওয়া যায়নি।
নৌ পুলিশের নলচিরা ঘাটের ইনচার্জ পুলিশ পরিদর্শক মো. একরামুল্লা জানান, ডুবে যাওয়া ট্রলারটি উদ্ধার করা হয়েছে। ট্রলারের ভিতর থেকে ৩ শিশু, কনে ও আরেক নারীসহ ৫ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে তাদের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি। এছাড়াও ট্রলারে থাকা অন্তত ৩০ জন জীবিত উদ্ধার হয়েছে। অন্যদের উদ্ধারে পুলিশ, কোস্টগার্ডসহ স্থানীয়রা কাজ করছে। নদীতে ঢেউ বেশি থাকায় ডুবে যাওয়াা বাকি যাত্রীদের উদ্ধার করতে সমস্যা হচ্ছে।