রবিবার, ১৩ ডিসেম্বর ২০২০
প্রথম পাতা » চরফ্যাশন | জেলার খবর | তজুমদ্দিন | দক্ষিণ আইচা | বরিশাল | বিভাগের খবর | বোরহানউদ্দিন | মনপুরা | মুক্তমত | লালমোহন | শশীভূষণ | শিরোনাম | সর্বশেষ » “ভোলা দক্ষিণ প্রেসক্লাবের” সাংগঠনিক সম্পাদক হলেন মিজানুর রহমান।।লালমোহন বিডিনিউজ
“ভোলা দক্ষিণ প্রেসক্লাবের” সাংগঠনিক সম্পাদক হলেন মিজানুর রহমান।।লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, নিজস্ব প্রতিনিধি : বোরহানউদ্দিন, তজুমদ্দিন, মনপুরা, চরফ্যাশন ও লালমোহন উপজেলার সংবাদকর্মীদের সমন্বয়ে গঠিত “ভোলা দক্ষিণ প্রেসক্লাব” নব গঠিত কমিটিতে সাংগঠনিক সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন লালমোহন বিডিনিউজ ডটকম সম্পাদক ও দৈনিক যায়যায়দিন পত্রিকার লালমোহন উপজেলা প্রতিনিধি মোঃ মিজানুর রহমান মিজান।
লালমোহন বিডিনিউজ ডটকম পরিবারের পক্ষ থেকে নব নির্বাচিত সাংগঠনিক সম্পাদক মোঃ মিজানুর রহমান মিজান কে শুভেচ্ছা ও অভিনন্দন।
উল্লেখ্য, পূর্ববর্তী ঘোষণা অনুযায়ী অবশেষে ৯ ডিসেম্বর আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবসেই আত্মপ্রকাশ করলো ভোলা দক্ষিণ প্রেসক্লাব ।
দ্বীপজেলা ভোলার বোরহানউদ্দিন , লালমোহন, তজূমদ্দিন, চরফ্যাসন ও মনপুরা উপজেলায় কর্মরত গণমাধ্যমকর্মীদের সমন্বয়ে ৯ ডিসেম্বর ২০২০ সকাল ১০ টায় লালমোহন থানার বিপরীতে অবস্থিত ভোলা দক্ষিণ প্রেসক্লাবের নিজস্ব কার্যালয়ে দ্বীপজেলার সংবাদকর্মীদের প্রাণবন্ত উপস্থিতি এবং অনুপস্থিত গণমাধ্যমকর্মীদের সাথে টেলিফোন সংলাপের মধ্য দিয়ে গঠন করা হয় “ভোলা দক্ষিণ প্রেসক্লাব”।
লালমোহন মিডিয়া ক্লাবের সভাপতি, অস্ট্রিয়া বাংলাদেশ প্রেসক্লাবের বাংলাদেশ কোঅর্ডিনেটর, দৈনিক ইউরো সমাচার বরিশাল ব্যুরো চিফ, ইউরো বাংলা টাইমস এর ব্যবস্থাপনা পরিচালক এবং ভোলা দক্ষিণ প্রেসক্লাবের উদ্যোক্তা কবি রিপন শান এর সভাপতিত্বে অনুষ্ঠিত আত্মপ্রকাশ বৈঠকে স্বাগত বক্তব্য রাখেন অন্যতম উদ্যোক্তা ও তজুমদ্দিন প্রেসক্লাবের সভাপতি রফিক সাদী ।
বৈঠকে সর্বসম্মতিক্রমে দৈনিক ইউরো সমাচার বরিশাল ব্যুরো চিফ, ইউরো বাংলা টাইমস এর ম্যানেজিং এডিটর ও দৈনিক বাংলাদেশ বাণীর নিজস্ব প্রতিনিধি কবি রিপন শান কে সভাপতি
এবং দৈনিক ইত্তেফাক এর তজুমদ্দিন প্রতিনিধি ও দ্বীপনিউজ২৪ ডটকম সম্পাদক রফিক সাদীকে সাধারণ সম্পাদক করে একুশ সদস্য বিশিষ্ট ভোলা দক্ষিণ প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটি ২০২০-২০২১ গঠন করা হয় ।
কমিটির সহ-সভাপতি গণ হচ্ছেন- সহ.অধ্যাপক মাহবুব আলম শাহীন ( মনপুরা টাইমস ), মেজবাহ উদ্দিন সম্রাট ( ভোলার কণ্ঠ ডটকম ও ইউরো বাংলা টাইমস ), আব্দুল মালেক ( সকালের সময় ), যুগ্ম সম্পাদক গণ হচ্ছেন- জামাল মোল্লা ( দৈনিক সংবাদ ও দৈনিক পরিবর্তন ), সহ.অধ্যাপক মিজানুর রহমান লিপু ( বাংলাদেশ বুলেটিন ) এবং এম নুরুন্নবী ( দ্বীপনিউজ২৪ ডটকম )।
সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান মিজান ( যায়যায়দিন ), হেলাল উদ্দিন লিটন এবং ইউসুফ আহমেদ ( দৈনিক আমার সংবাদ ), কোষাধ্যক্ষ সালাম সেন্টু ( ভোরের পাতা ) , তথ্য ও গবেষণা সম্পাদক মিজান হাওলাদার ( দৈনিক আমাদের বরিশাল), অনুষ্ঠান সম্পাদক শাহীন কুতুব ( দৈনিক সংবাদ ), দপ্তর সম্পাদক কবি নীহার মোশাররফ ( দৈনিক বাংলার কণ্ঠ ও সান টিভি) প্রচার সম্পাদক এম আর পারভেজ ( দৈনিক নয়াদিগন্ত ), শিক্ষা ও সমাজকল্যাণ সম্পাদক প্রভাষক মোসলেউদ্দিন মুরাদ ( দৈনিক মাতৃজগত ), সাহিত্য ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক আরিফুর রহমান রাহাত ( ভোলা ট্রিবিউন ), মানবাধিকার সম্পাদক নার্গিস ইসলাম ( ইউরো বাংলা টাইমস )।
নির্বাহী সদস্য গণ হচ্ছেন- অধ্যক্ষ হেলাল উদ্দিন সুমন ( দৈনিক মুসলিম টাইমস ), লিটন শান ( বিডিমেট্রোনিউজ), প্রভাষক মোহাম্মদ হারুন ( লালমোহন নিউজ ২৪ ডটনেট ), মোঃ মাকসুদ উল্লাহ ( দৈনিক বাংলাবাজার পত্রিকা ), ফয়েজ ফ্যাশন ( বরিশালের আজকাল ) , সিরাজ মাসুদ (মাই টিভি), এম এ অন্তর হাওলাদার ( দৈনিক সংবাদ ও দৈনিক সংবাদ সকাল ), জাহিদুল ইসলাম দুলাল (দৈনিক আলোকিত সকাল ও দৈনিক ভোলার বাণী ), শাহীন আলম মাকসুদ ( দৈনিক যুগান্তর ও দৈনিক আজকের ভোলা ), শরিফ আল আমিন ( ইউরো সমাচার ), জাকির হোসেন জুয়েল ( ভয়েস সিটিজি ), প্রভাষক মোঃ আনোয়ার হোসেন ( দৈনিক বাংলাদেশ ক্রাইম সংবাদ ), মিজান পাটোয়ারী ( ভোলার কণ্ঠ ডটকম ), মোঃ আলামিন ( আমাদের জমিন ), আলাউদ্দিন ঘরামী ( বিপ্লবী বাংলাদেশ ), এমরান হাসান আলীম ( দৈনিক মাতৃজগত ), মোঃ তরিকুল ইসলাম ( ইউরো সমাচার ), সাইফুল ইসলাম সাকিব ( ভোলার কণ্ঠ ডটকম ও ইউরো বাংলা টাইমস ) প্রমুখ ।