রবিবার, ১৩ ডিসেম্বর ২০২০
প্রথম পাতা » জাতীয় | ঢাকা | বিভাগের খবর | রাজধানী | শিরোনাম | সর্বশেষ | স্বাস্থ্য » দেশে করোনায় আরও ৩২ জনের মৃত্যু, নতুন শনাক্ত ১,৩৫৫।।লালমোহন বিডিনিউজ
দেশে করোনায় আরও ৩২ জনের মৃত্যু, নতুন শনাক্ত ১,৩৫৫।।লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, ডেস্ক : দেশে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে আরও ৩২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট প্রাণহানি ৭ হাজার ৫২ জনের।
রবিবার (১৩ ডিসেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়, গেল ২৪ ঘণ্টায় অ্যান্টিজেনসহ ১২ হাজার ৭শ’ ৪৮ জনের নমুনা পরীক্ষা করা হয়। এতে নতুন শনাক্ত হয়েছে ১ হাজার ৩শ’ ৫৫ জন। এ পর্যন্ত মোট শনাক্ত ৪ লাখ ৯০ হাজার ৫শ’ ৩৩ জন। নতুন ৩ হাজার ৩শ ৯৩ জনসহ মোট সুস্থ ৪ লাখ ২০ হাজার ৮শ’ ৯৬ জন।
গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ১০ দশমিক শূন্য ৬৩ শতাংশ। এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৬ দশমিক ৫২ শতাংশ, শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮৫ দশমিক ৮০ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার এক দশমিক ৪৪ শতাংশ।