শনিবার, ১২ ডিসেম্বর ২০২০
প্রথম পাতা » অপরাধ | জেলার খবর | বরিশাল | বিভাগের খবর | লালমোহন | শিরোনাম | সর্বশেষ » লালমোহনে জোরপূর্বক জমির পাকা ধান কেটে নিলো প্রতিপক্ষরা।।লালমোহন বিডিনি্উজ
লালমোহনে জোরপূর্বক জমির পাকা ধান কেটে নিলো প্রতিপক্ষরা।।লালমোহন বিডিনি্উজ
লালমোহন বিডিনি্উজ, নিজস্ব প্রতিনিধি : ভোলার লালমোহনের সদর ইউনিয়নে দীর্ঘবছরের ভোগদখলীয় ও চাষকৃত জমি থেকে জোরপূর্বক ধান কেটে নেয়ার অভিযোগ পাওয়া গেছে।
শনিবার সকালে ওই ইউনিয়নের ৯নং ওয়ার্ড ফুলবাগিচা এলাকায় এ ঘটনা ঘটে।
অভিযোগ সূত্রে জানা যায়, ওই এলাকার মোঃ মিজানুর রহমান তুহিনের পৈত্রিক জমি থেকে ধান কেটে নেয় একই এলাকার আঃ রব ও আঃ কাদের গংরা।
মিজানুর রহমান বলেন, আঃ রব ও আঃ কাদের গংরা স্থানীয় সন্ত্রাসী ও দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে আজ (শনিবার) সকালে আমার চাষকৃত ২একর ৫৪ শতাংশের মধ্যে ১একর ৪শতাংশ জমির ধান কেটে নিয়ে গেছে।
তিনি আরও বলেন, আঃ রব ও আঃ কাদের গংরা আমার জমি জবরদখল ও ধান কেটে নেয়ার পায়তারা করলে গত ২৬ নভেম্বর লালমোহন থানায় একটি অভিযোগ দায়ের করি। পরে স্থানীয় পর্যায়ে শালিস মানা হয়। সেমতে গত রবিবার উভয়পক্ষ কে ডেকে কাগজপত্র যাচাইয়ের জন্য আমিন কে দেয়া হয় এবং শালিস সম্পন্ন না হওয়া পর্যন্ত উভয় পক্ষকে জমির ধান কাটায় বিরত থাকার কথা বলেন শালিসগণ। কিন্তু শালিসের আদেশ অমান্য করে আঃ রব ও আঃ কাদির গংরা আজ (শনিবার) সকালে জোরপূর্বক ধান কেটে নিয়ে যায় । তাদের সাথে স্থানীয় সন্ত্রাসী ও দেশীয় অস্ত্র থাকায় আমরা বাধা দিতে পারিনি। তবে লালমোহন থানার এসআই মোঃ সেলিম কে ঘটনা জানিয়েছি।
জোরপূর্বক ধান কেটে নেয়ার ব্যাপারে জানতে চাইলে আঃ কাদির বলেন, আমার নিজের জমি। ধান আমি লাগিয়েছি এবং আমিই কেটেছি।
লালমোহন থানার এসআই মোঃ সেলিম বলেন, আমার কাছে অভিযোগ দেয়া হয়েছিল এবং উভয়পক্ষ স্থানীয় শালিস মেনে নিয়েছে। গত রবিবার ফয়সালার কথা ছিল, তবে ফয়সালা সম্পন্নহয়েছে কিনা তা কোন পক্ষই জানায়নি। আজ ধান কেটে নেয়ার কথা জানালে বাদিকে শালিসগণের কাছে বিষয়টি জানাতে বলা হয়েছে।