বৃহস্পতিবার, ১০ ডিসেম্বর ২০২০
প্রথম পাতা » জেলার খবর | বরিশাল | বিভাগের খবর | মুক্তমত | লালমোহন | শিরোনাম | সর্বশেষ » লালমোহনে শান্তি শৃঙ্খলার স্বার্থে ওসির প্রশংসনীয় উদ্যোগ।।লালমোহন বিডিনিউজ
লালমোহনে শান্তি শৃঙ্খলার স্বার্থে ওসির প্রশংসনীয় উদ্যোগ।।লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, নিজস্ব প্রতিনিধি : সমাজের অবহেলিত জনগোষ্ঠী হিজড়া সম্প্রদায়ের বিভিন্ন সমস্যা ও তাদের দ্বারা সৃষ্ট সাধারণ মানুষের সমস্যা সমাধানকল্পে এবং লালমোহনের শান্তি শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে হিজড়াদের সাথে বিট পুলিশিং সভা করেছেন লালমোহন থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মাকসুদুর রহমান মুরাদ।
বৃহস্পতিবার সকালে লালমোহন থানা কনফারেন্স রুমে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় হিজড়া সম্প্রদায়ের বিভিন্ন সমস্যা ও তার সমাধানকল্পে করণীয় সম্পর্কে গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়।
লালমোহন থানা অফিসার ইনচার্জ মোঃ মাকসুদুর রহমান মুরাদ বলেন, সমাজের অবহেলীত জনগোষ্ঠি হিজড়া সম্প্রদায়। তারা চাঁদা তুলতে গিয়ে সাধারণ মানুষের সাথে অসৌজণ্যমূলক আচরণ করছে, এমন অভিযোগে এবং সমাধানকল্পে হিজড়া সম্প্রদায়ের সাথে আলোচনা করা হয়েছে। এসময় তারাও একমত পোষণ করে নিজেদের নানা অভিযোগ তুলে ধরেছেন। আমরা তাও সমাধানের আশ্বাস দিয়েছি।
পরনির্ভরশীলতা থেকে হিজড়াদের আত্মকর্মসংস্থানের মাধ্যমে স্বাবলম্বি করার উদ্দেশ্যে ব্যক্তিগত উদ্যােগের পাশাপাশি এবং ইউএনও মহোদয়ের সাথে আলোচনা করে সিদ্ধান্ত গ্রহণ করা হবে বলেও জানান থানা এ কর্মকর্তা।
এসময় লালমোহনের হিজড়া সম্প্রদায়ের নেতৃত্বদানকারী পায়েল হিজড়াসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।