বুধবার, ৯ ডিসেম্বর ২০২০
প্রথম পাতা » জাতীয় | ঢাকা | বিভাগের খবর | মুক্তমত | রাজধানী | শিরোনাম | সর্বশেষ » দুর্নীতি প্রতিরোধ না করলে টেকসই উন্নয়ন সম্ভব নয়: দুদক চেয়ারম্যান।।লালমোহন বিডিনিউজ
দুর্নীতি প্রতিরোধ না করলে টেকসই উন্নয়ন সম্ভব নয়: দুদক চেয়ারম্যান।।লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, ডেস্ক : দুর্নীতি প্রতিরোধ না করলে দেশের টেকসই উন্নয়ন সম্ভব নয় বলে মন্তব্য করেছেন দুদক চেয়ারম্যান ইকবাল মাহমুদ।
তিনি আরও বলেন, ‘করোনা মহামারিতেও দুর্নীতিবাজরা থেমে ছিলো না।’ আন্তর্জাতিক দুর্নীতি দিবস উপলক্ষ্যে এক ভার্চুয়াল সভায় এসব কথা বলেন দুদক চেয়ারম্যান ইকবাল মাহমুদ।
আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উপলক্ষ্যে দুদক বিটের কর্মীদের সংগঠন ‘রিপোর্টার্স অ্যাগেইনস্ট করাপশন’ দুদকের প্রধান কার্যালয়ের সামনে মানববন্ধন করে। এ সময় দুদকের সিনিয়র সচিব দিলোয়ার বখত বলেন, ‘দুর্নীতি মরণব্যাধী থেকেও ভয়ঙ্কর।’ দুর্নীতি দমন কমিশনও দুর্নীতি দমনে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে বলেও জানান দুদকের সিনিয়র সচিব।
প্রতিবছরের ৯ ডিসেম্বর বড় আয়োজনে দিনটি পালন করে দুদক। করোনা মহামারির কারণে এবার শুধুমাত্র ভার্চুয়াল আয়োজনে সীমাবদ্ধ ছিলো সবকিছু। ভার্চুয়াল সভায় কমিশনের চেয়ারম্যান, দুই কমিশনার, মহাপরিচালকসহ দুদকের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা অংশ নেন। এ সময় দুদক চেয়ারম্যান বলেন, ‘দেশের উন্নয়ন বাধাগ্রস্থ করছে দুর্নীতি।’
মহামারির মধ্যে দুর্নীতিবাজরা হাত গুটিয়ে বসে ছিলো না, তবে দুদকও থেমে ছিলো না বলেও জানান ইকবাল মাহমুদ।
জাতিসংঘ ২০০৩ সালে দিবসটি ঘোষণা করে। এরপর দুদক ২০০৭ সাল থেকে দিবসটি পালন করে আসছে দুর্নীতি দমন কমিশন।