মঙ্গলবার, ৮ ডিসেম্বর ২০২০
প্রথম পাতা » জাতীয় | ঢাকা | বিভাগের খবর | রাজধানী | শিরোনাম | সর্বশেষ » ভাস্কর্য ইস্যুতে কঠোর আন্দোলনের হুমকি ইসলামী আন্দোলন বাংলাদে’র।।লালমোহন বিডিনিউজ
ভাস্কর্য ইস্যুতে কঠোর আন্দোলনের হুমকি ইসলামী আন্দোলন বাংলাদে’র।।লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, ডেস্ক : ভাস্কর্য ইস্যুতে সরকার সমর্থকদের উসকানি বন্ধ না হলে কঠোর আন্দোলনের হুমকি দিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ।
মঙ্গলবার (৮ ডিসেম্বর) দুপুরে, রাজধানীর পল্টনে সংবাদ সম্মেলনে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ রেজাউল করিম বলেন, ‘কুষ্টিয়ায় বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুর সমর্থনযোগ্য নয়। তবে, ধোলাইপাড়ে ভাস্কর্য নির্মাণের বিরোধিতার সঙ্গে কুষ্টিয়ায় ভাস্কর্য ভাঙচুরের কোন সম্পর্ক নেই। যারা জড়িত তাদের আইনের আওতায় আনা দরকার। সরকার সুবিধাভোগী উগ্র সমর্থকদের উস্কানিমূলক কর্মকাণ্ড দমনে ব্যর্থ হলে তাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলবে ধর্মপ্রাণ মানুষ।’
তিনি আরো বলেন, ‘মূর্তি বা ভাস্কর্য নিয়ে বিরাজমান পরিস্থিতিকে আমরা দেশ বিরোধী অপশক্তি চক্রান্ত আকারে দেখছি। আমরা মনে করি, ওরা বাংলাদেশের মানুষের ঐক্য বিনষ্ট করে ভিনদেশী এজেন্ডা বাস্তবায়ন করতে চায়। সামাজিক ও ধর্মীয় অস্থিতিশীলতা তৈরি করতে চায়।’
এসময় সংগঠনটি তাদের সিনিয়র নায়েবে আমির সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিম, হেফাজত ইসলামের আমির জুনায়েদ বাবুনগরী ও যুগ্ম মহাসচিব মামুনুল হকের বিরুদ্ধে দায়ের করা রাষ্ট্রদোহ মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছে।
প্রসঙ্গত, সোমবার (৭ ডিসেম্বর) ভাস্কর্যবিরোধী বক্তব্য দেয়ার অভিযোগে বাংলাদেশ খেলাফত মজলিসের নেতা মাওলানা মুহাম্মদ মামুনুল হক, হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির মোহাম্মদ জোনায়েদ ওরফে জুনায়েদ বাবুনগরী ও সৈয়দ ফয়জুল করীমের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের পৃথক দু’টি মামলা দায়ের করেছেন মুক্তিযুদ্ধ মঞ্চের কেন্দ্রীয় সভাপতি আমিনুল ইসলাম বুলবুল।