মঙ্গলবার, ৮ ডিসেম্বর ২০২০
প্রথম পাতা » জাতীয় | জেলার খবর | বরিশাল | বিভাগের খবর | শিরোনাম | সর্বশেষ » দেশের বিভিন্ন জেলায় মুক্ত দিবস উদযাপন।।লালমোহন বিডিনিউজ
দেশের বিভিন্ন জেলায় মুক্ত দিবস উদযাপন।।লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, ডেস্ক : যথাযোগ্য মর্যাদায় নানা আয়োজনে আট জেলা পিরোজপুর, কুমিল্লা, পটুয়াখালী, খাগড়াছড়ি, মৌলভীবাজার, বরিশাল, চাঁদপুর ও ব্রাহ্মণবাড়িয়া মুক্ত দিবস পালন করা হচ্ছে।
এ উপলক্ষ্যে আজ মঙ্গলবার সকালে কুমিল্লা নগর উদ্যান সংলগ্ন বঙ্গবন্ধুর ম্যুরালে ফুল দিয়ে শ্রদ্ধা জানান সদর আসনের এমপি হাজী আ.ক.ম বাহাউদ্দিন বাহারসহ প্রশাসনের উর্দ্ধতন কর্মকর্তারা।
সন্ধ্যায় টাউনহল প্রাঙ্গণে শিখা প্রজ্জ্বলন এবং ভার্চুয়ালি আলোচনা সভা ও সাংস্কৃতিক পরিবেশনার আয়োজন করা হয়। পিরোজপুর শহরের ভাগিরথী চত্ত্বরে শহীদ স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়।
পরে গোপালকৃষ্ণ টাউন ক্লাব অডিটরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সেখানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বক্তব্য দেন মৎস ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম (এমপি)।
এছাড়াও খাগড়াছড়ির রামগড়, পটুয়াখালী, মৌলভীবাজার, বরিশাল, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া মুক্ত দিবস উপলক্ষ্যে করোনায় সীমিত পরিসরে শহীদদের স্মরণে কর্মসূচি আয়োজন করা হয়।