মঙ্গলবার, ৮ ডিসেম্বর ২০২০
প্রথম পাতা » বিবিধ » আপন নীড়ে বোরহানউদ্দিনে উদ্বার বিরল পাখিটি।।লালমোহন বিডিনিউজ
আপন নীড়ে বোরহানউদ্দিনে উদ্বার বিরল পাখিটি।।লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, বোরহানউদ্দিন প্রতিনিধি : ভোলার বোরহানউদ্দিনে একটি বিরল পাখি উদ্বার পরবর্তী অবমুক্ত করেছে বণ্যপ্রাণী ও জীব বৈচিত্র সংরক্ষণ বিভাগ।
সোমবার বণ্যপ্রাণী ব্যবস্থাপনা ও জীব বৈচিত্র সংরক্ষণ এর ভোলা জেলা কর্মকর্তা মোঃ আমিনুল ইসলাম, ভোলা রেঞ্জ কর্মকর্তা মোঃ আলাউদ্দিন পাখিটি অবমুক্ত করেন।
জানা যায়, উপজেলার টবগী ০৪ নং ওয়ার্ডের দরগা নামক স্থানে কিছুদিন আগে এই বিরল প্রজাতির পাখি টি গাছের ডাল ভেঙ্গে নিচে পড়ে যায় এবং গুরুতর আহত হয়। ছোট ছোট বাচ্চারা পাখিটিকে নিয়ে খেলা করে।
হাওলাদার ব্রিক ফিল্ড’র মালিক জসিম হাওলাদার সংবাদ পেয়ে উদ্বার পরবর্তী চিকিৎসা দিয়ে সুস্থ করে তোলেন। পরে তার এস এন এস ব্রিকফিল্ডে রাখেন এবং বোরহানউদ্দিন উপজেলা নির্বাহি অফিসার কে বিষয়টি অবগত করেন।
এলাকার লোকজন পাখিটিকে শকুন বলে দাবি করেন।
পরে আজ বন বিভাগ পাখিটি অবমুক্ত করার জন্য ঘটনাস্থলে আসেন। এ সময় বণ্যপ্রাণী ব্যবস্থাপনা ও জীব বৈচিত্র সংরক্ষণ এর ভোলা জেলা কর্মকর্তা মোঃ আমিনুল ইসলাম, ভোলা রেঞ্জ কর্মকর্তা মোঃ আলাউদ্দিন, বিট কর্মকর্তা মোহাম্মদ মুক্তাদির বিল্লাসহ অন্যান্যরা এসে পাখিটিকে চর জহিরউদ্দিন ০৩ নং ক্যাম্পে অবমুক্ত করার জন্য নিয়ে যায়।
এদিকে পাখির প্রতি প্রেম দেখিয়ে সেটা উদ্বারপূর্বক সুস্থ্য করে তােলার জন্য উদ্বারকারী জসিম উদ্দিন হাওলাদার কে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানান বন বিভাগ কর্মকর্তারা।