সোমবার, ৭ ডিসেম্বর ২০২০
প্রথম পাতা » জেলার খবর | তথ্যপ্রযুক্তি | বরিশাল | বিভাগের খবর | শিরোনাম | সর্বশেষ » লালমোহনে প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক প্রদর্শনী।।লালমোহন বিডিনিউজ
লালমোহনে প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক প্রদর্শনী।।লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, নিজস্ব প্রতিনিধি : ভোলার লালমোহনে স্থানীয়ভাবে উদ্ভাসিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৭ ডিসেম্বর) সকালে উপজেলা পরিষদ চত্বরে এ প্রদর্শনী অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসন ও বাংলাদেশ শিল্প গবেষণা বিজ্ঞান প্রযুক্তি মন্ত্রণালয়ের বাস্তবায়নে প্রদর্শনীতে অংশগ্রহণ করে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়, উপজেলা যুব উন্নয়ন অফিস, উপজেলা মৎস্য অফিস, উপজেলা কৃষি অফিস, বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ, জনস্বাস্থ্য প্রকৌশল, ফরাজগঞ্জ ইউনিয়ন তথ্য সেবা কেন্দ্র, স্থানীয় সরকার প্রকৌশল ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স।
পরে উপজেলা পরিষদ হলরুমে স্থানীয়ভাবে উদ্ভাসিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়।
সেমিনারে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমদ, উপজেলা নির্বাহী অফিসার আল নোমান, ভাইস চেয়ারম্যান আবুল হাসান রিমন, মহিলা বিষয়ক কর্মকর্তা নুরনবী, ফরাজগঞ্জ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ফরহাদ হোসাসেন মুরাদ প্রমূখ।
এর আগে প্রদর্শনী উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমদ। পরে প্রদর্শনী স্টল ঘুরে ঘুরে পরিদর্শন করেন অতিথিরা।