সোমবার, ৭ ডিসেম্বর ২০২০
প্রথম পাতা » জাতীয় | ঢাকা | বিভাগের খবর | রাজধানী | শিরোনাম | সর্বশেষ | স্বাস্থ্য » দেশে করোনায় আরও ৩৬জনের মৃত্যু।।লালমোহন বিডিনিউজ
দেশে করোনায় আরও ৩৬জনের মৃত্যু।।লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, ডেস্ক : দেশে গত ২৪ ঘণ্টায় কোভিড-১৯ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৩৬ জনের মৃত্যু হয়েছে।
গেল ২৪ ঘন্টায় ৩৬ জনসহ করোনায় আক্রান্ত হয়েছে মোট প্রাণহানির সংখ্যা ৬ হাজার ৮শ’ ৭৪ জনে দাঁড়িয়েছে। সোমবার (৭ ডিসেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়, গেল ২৪ ঘণ্টায় দেশের ১৩৭টি পরীক্ষাগারে অ্যান্টিজেন টেস্টসহ ১৪ হাজার ৩শ’ ৬৯ জনের নমুনা পরীক্ষা করা হয়। এতে ২ হাজার ১শ’ ৯৮ জনের করোনাভাইরাস শনাক্ত হয়। এ নিয়ে দেশে এ পর্যন্ত মোট ৪ লাখ ৭৯ হাজার ৭শ’ ৪৩ জনের করোনা শনাক্ত হয়েছে। এছাড়া একদিনে ২ হাজার ৬শ’ ৬৩ জনসহ মোট সুস্থ হয়েছে ৩ লাখ ৯৮ হাজার ৬শ’ ২৩ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়, গেল ২৪ ঘন্টায় করোনা শনাক্তের হার ১৫ দশমিক ৩০ শতাংশ। আর এ পর্যন্ত করোনা শনাক্তের হার ১৬ দশমিক ৬৭ শতাংশ। এছাড়া শনাক্তদের মধ্যে মৃত্যুর হার ১ দশমিক ৪৩ শতাংশ। অন্যদিকে, আক্রান্ত হওয়ার পর সুস্থতার হার ৮৩ দশমিক শূন্য ৯ শতাংশ।
এর আগে, গতকাল রবিবার (৬ ডিসেম্বর) দেশে নতুন করে আরও ১ হাজার ৬৬৬ জনের দেহে করোনা শনাক্ত হয়। আর করোনা আক্রান্ত হয়েছে মৃত্যু হয় ৩১ জনের।