
সোমবার, ৭ ডিসেম্বর ২০২০
প্রথম পাতা » জাতীয় | ঢাকা | বিভাগের খবর | রাজধানী | শিরোনাম | সর্বশেষ » রাজাকারের তালিকা প্রকাশের বিধান রেখে নতুন আইনের খসড়া অনুমোদন।।লালমোহন বিডিনিউজ
রাজাকারের তালিকা প্রকাশের বিধান রেখে নতুন আইনের খসড়া অনুমোদন।।লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, ডেস্ক : রাজাকারের তালিকা প্রকাশের বিধান রেখে মন্ত্রিসভায় নতুন আইনের খসড়া অনুমোদন দেয়া হয়েছে।
সোমবার (৭ ডিসেম্বর) সকালে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল আইনের খসড়ার নীতিগত অনুমোদন দেয়া হয়।
সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে মন্ত্রিসভার বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এসময় মুক্তিযোদ্ধার ভুয়া সনদ নেয়া এবং সে পরিচয়ে সুবিধা নিলে তাদের আইনের আওতায় আনার সুযোগ রেখে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল আইনের খসড়ার অনুমোদন দেয়া হয়।
নতুন এ আইনের আওতায় প্রথমবারের মত রাজাকারের তালিকা প্রকাশ করার সুযোগ থাকছে।
মন্ত্রিপরিষদ সচিব সাংবাদিকদের জানান, সরকারের সব তথ্য কেন্দ্রীয়ভাবে গাজীপুরের কালিয়াকৈর বঙ্গবন্ধু হাইটেক পার্কে সংরক্ষণ করা হবে। রাজাকারের তালিকা প্রকাশের বিধান রেখে মন্ত্রিসভায় নতুন আইনের খসড়া অনুমোদন দেয়া হয়েছে। সকালে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল আইনের খসড়ার নীতিগত অনুমোদন দেয়া হয়।