রবিবার, ৬ ডিসেম্বর ২০২০
প্রথম পাতা » জাতীয় | বরিশাল | বিভাগের খবর | রাজনীতি | লালমোহন | শিরোনাম | সর্বশেষ » কুষ্টিয়ায় বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুরঃ লালমোহনে ছাত্রলীগের বিক্ষোভ||লালমোহন বিডিনিউজ
কুষ্টিয়ায় বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুরঃ লালমোহনে ছাত্রলীগের বিক্ষোভ||লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, নিজস্ব প্রতিনিধি : কুষ্টিয়ায় জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙচুরের প্রতিবাদের “বঙ্গবন্ধুর বাংলায়, মৌলবাদিদের ঠাঁই নাই” স্লোগানে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে ভোলার লালমোহন উপজেলা ও পৌরসভা ছাত্রলীগ।
রবিবার (৬ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলা ছাত্রলীগ আহবায়ক মূতুর্জা সজিব ও পৌর ছাত্রলীগ আহবায়ক মোঃ রাসেল এর নেতৃত্বে আওয়ামীলীগ কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি লালমোহন বাজারের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে চৌরাস্তা মোড় এলাকায় এসে প্রতিবাদ সমাবেশে সমবেত হয়।
এসময় ছাত্রলীগের সাথে একাত্মতা প্রকাশ করে বিক্ষোভে যােগ দেয় উপজেলা ও পৌরসভা আওয়ামীগ এবং অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা।
প্রতিবাদ সমাবেশে ছাত্রলীগ নেতৃবৃন্দ বলেন, বঙ্গবন্ধুর সময় থেকেই শান্তিপ্রিয় বাংলাদেশ কে অস্থিতিশীল করার লক্ষে জামাত শিবিরের প্রেতাত্মারা উঠে পড়ে লেগেছে। বঙ্গবন্ধু দেশে ইসলাম প্রতিষ্ঠিত করার জন্য ইসলামিক ফাউণ্ডেশন প্রতিষ্ঠিত করেছেন। কিন্তু কুচক্রিমহল রাজনৈতিক ফায়দা লুটার অপচেষ্টায় ধর্মকে সম্বল করে অপরাজনীতি শুরু করেছে। তারই ধারাবাহিকতায় কুষ্টিয়ায় রাতের আঁধারে জাতির পিতার ভাস্কর্য ভাঙচুরের মত জগন্য ঘটনা ঘটিয়েছে তারা। এ সময় ভাঙচুরকারীদের কে অবিলম্বে গ্রেপ্তারপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনার দাবি জানান তারা।