রবিবার, ৬ ডিসেম্বর ২০২০
প্রথম পাতা » ঢাকা | বিভাগের খবর | রাজধানী | রাজনীতি | শিরোনাম | সর্বশেষ » ‘উদোরপিন্ডি বুধোর ঘাড়ে চাপানোর চেষ্টা চলছে’-মির্জা ফখরুল।।লালমোহন বিডিনিউজ
‘উদোরপিন্ডি বুধোর ঘাড়ে চাপানোর চেষ্টা চলছে’-মির্জা ফখরুল।।লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, ডেস্ক : বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নতুন ষড়যন্ত্রের অংশ হিসেবে কুষ্টিয়ায় বিএনপির অফিস ভাঙচুর করা হয়েছে। এখন উদোরপিন্ডি বুধোর ঘাড়ে চাপানোর চেষ্টা করছে ক্ষমতাসীন দল।
রবিবার (৬ ডিসেম্বর) স্বৈরাচার পতন ও গণতন্ত্র মুক্তি দিবস উপলক্ষ্যে জাতীয় প্রেসক্লাবে আয়োজিত অনুষ্ঠানে এই মন্তব্য করেন বিএনপি মহাসচিব।
তিনি বলেন, আজ বাংলাদেশের মানুষের মধ্যে হাহাকার। তাদের মধ্যে কষ্ট-বেদনা। গণতান্ত্রিক রাষ্ট্রের কিছুই এখানে নেই।
কুষ্টিয়ার ঘটনা সরকারের গভীর নীল নকশার চক্রান্ত উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, ক্ষমতায় থাকতে সরকার সব অপকর্ম করছে। কুষ্টিয়ায় শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙচুরের পর বিএনপির এক নেতার ব্যবসা প্রতিষ্ঠানে হামলা করা হয়েছে। এসব গভীর ষড়যন্ত্রের অংশ।