শনিবার, ৫ ডিসেম্বর ২০২০
প্রথম পাতা » জেলার খবর | বরিশাল | বিভাগের খবর | মুক্তমত | লালমোহন | শিরোনাম | সর্বশেষ » লালমোহনে “জাতীয় সাংবাদিক সংস্থা”র আলোচনা সভা।।লালমোহন বিডিনিউজ
লালমোহনে “জাতীয় সাংবাদিক সংস্থা”র আলোচনা সভা।।লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, নিজস্ব প্রতিনিধি : জাতীয় সাংবাদিক সংস্থা’র ৩৯তম কাউন্সিল উপলক্ষে সংস্থাটির লালমোহন উপজেলা শাখার আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল সন্ধ্যায় সংস্থার নিজ কার্যালয়ে পবিত্র কোরআন তেলোয়াত পরবর্তী আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
পরে সভায় সর্বসম্মতক্রমে জাতীয় সাংবাদিক সংস্থার পক্ষে করোনাকালীন সময়ে মাক্স বিতরণ, শীতকালীন সময়ে শীতবস্ত্র বিতরণসহ বিভিন্ন সামাজিক কর্মকান্ডের উদ্যোগ গ্রহণ করা হয়।
এছাড়াও জাতীয় সাংবাদিক সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি মুহাম্মদ আলতাফ হোসেনসহ কেন্দ্রীয় কমিটি, বিভাগীয় কমিটি ও দেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ের কমিটির নেতৃবৃন্দ এবং সদস্যদের সার্বিক মঙ্গল ও সুসাস্থ্য কামনায় দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।
সভায় উপস্থিত ছিলেন, জাতীয় সাংবাদিক সংস্থা লালমোহন শাখার সভাপতি ও দৈনিক সংবাদ এর লালমোহন প্রতিনিধি শাহীন কুতুব, সাধারণ সম্পাদক ও আমাদের নতুন সময় প্রতিনিধি সালাম সেন্টু, সাংগঠনিক সম্পাদক ও নয়াদিগন্ত পত্রিকার প্রতিনিধি মাকসুদুর রহমান পারভেজ, দপ্তর সম্পাদক ও ভোলা ট্রিবিউন আরিফুর রহমান রাহাত, নির্বাহী সদস্য ও ক্রাইম বাংলা নিউজ প্রতিনিধি আল আমিন, ভোরের দর্পণ প্রতিনিধি মনজুরুল আলম প্রমূখ।