রবিবার, ২৯ নভেম্বর ২০২০
প্রথম পাতা » অপরাধ | জেলার খবর | বরিশাল | বিভাগের খবর | মনপুরা | শিরোনাম | সর্বশেষ » মনপুরায় বন প্রহরীদের নির্যাতনের শিকার হয়ে হাসপাতালে ভর্তি মহিষ রাখাল।।লালমোহন বিডিনিউজ
মনপুরায় বন প্রহরীদের নির্যাতনের শিকার হয়ে হাসপাতালে ভর্তি মহিষ রাখাল।।লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, মনপুরা প্রতিনিধি : ভোলার মনপুরার পঁচা কোড়ালিয়া বিট অফিসার মোবারক ও বন প্রহরী কামাল, শাহাদাত বনে মহিষ চড়ানোর অপরাধে মহিষ রাখাল সিরাজ (১৯)কে পিটিয়ে আহত করার অভিযোগ পাওয়া গেছে। আহত সিরাজের বাড়ি দক্ষিণ সাকুচিয়া ৮নং ওয়ার্ডে, সে ওই এলাকার আবদুল সৈয়ালের ছোট ছেলে।
গত (২৬ নভেম্বর) বিকাল ৪টায় চরপিয়াল বনে তাকে পিটিয়ে আহত করেন।কোন টলার না পাওয়া সিরাজ চরে আহত অবস্থায় পরে থাকেন। (২৭ নভেম্বর) সকালে তাকে উদ্ধার করে মনপুরা হাসপাতালে ভর্তি করানো হয়।সিরাজ জানান, পঁচা কোড়ালিয়া বিট কর্মকর্তা মোবারক,কামাল,শাহাদাত একটি ট্রলার নিয়ে চার পিয়াল গিয়েছে। সেখানে আমি মহিষ চড়ানোর কাজ করি।বিট অফিসার আমায় ডাক দেয় আমি আসলে আমাকে তারা তিন জনে মিলে মারধর করে।এবং গাছে সাথে গামছা দিয়ে হাত বেধে রাখেন। আমার কাছে থাকা টাকা ও মোবাইল হাতিয়ে নিয়েছে।
এমন বর্বরোচিত নির্যাতনের কথা এলাকায় ছড়িয়ে পরলে উত্তেজিত হয়ে পরে স্থানীয় লোকজন।তারা বলেন পঁচা কোড়ালিয়া বিট অফিস গাছ বেছা থেকে শুরু করে নানা অপকর্মে সাথে জড়িত রয়েছে।এইছাড়া দালালের মাধ্যমে সাধারণ লোকজনকে মামলা করে হয়রানি করেন।মহিষ মালিকদের কাছ থেকে নানা ভাবে অর্থ হাতিয়ে নোওয়ার অভিযোগ উঠেছে। সাধারণ মানুষ কে মামলার ভয় দেখিয়ে দেখিয়ে মুক্তিপণ আদায় করার অনেক অভিযোগ রয়েছে।
বিট কর্মকর্তার কাছে এই নির্যাতনের বিষয় জানতে চাই তিনি বলেন, চরপিয়াল চারা গাছের ভিতর মহিষ দিয়ে বাহিরে ঘুরাঘুরি করে।পরে তাকে ডাক দিয়ে মহিষ বন থেকে সরানোর কথা বলি।তাকে কোন কোন ধরনের মারধরের করা হয়নি।তার মোবাইল পানিতে পরে নষ্ট হয়ে যাবে ভেবে আমার কাছে রাখি।
মনপুরা রেঞ্জ কর্মকর্তা সুমন এই বিষয় কোন কোন মতামত প্রকাশ করেন নাই।
মনপুরা থানা ইনচার্জ সাখাওয়াত হোসেন বলেন, আহত হওয়া সিরাজের ভাই মফিজ থানা একটি দরখাস্ত করেছে।