রবিবার, ২৯ নভেম্বর ২০২০
প্রথম পাতা » চরফ্যাশন | জেলার খবর | বরিশাল | বিভাগের খবর | শিক্ষা | শিরোনাম | সর্বশেষ » চরফ্যাসনে মনির আহমেদ শুভ্রকে বিদায় সংবর্ধনা।।লালমোহন বিডিনিউজ
চরফ্যাসনে মনির আহমেদ শুভ্রকে বিদায় সংবর্ধনা।।লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, চরফ্যাশন প্রতিনিধি : ভোলার চরফ্যাশন সরকারি কলেজ’র “ইতিহাস বিভাগের” প্রভাষক মনির আহমেদ শুভ্রকে কলেজ কর্তৃক বিদায় এবং দুলার হাট নীলিমা জ্যাকব কলেজের অধ্যক্ষ পদে যোগদান করায় চরফ্যাশন সরকারি কলেজের পক্ষ থেকে সংবর্ধনা দেয়া হয়েছে ৷
শনিবার (২৮ নভেম্বর) বেলা ১১টায় চরফ্যাশন সরকারি কলেজ এর মিলনায়তনে কলেজের শিক্ষক পরিষদ ও কর্মকর্তা কর্মচারী পরিষদের আয়োজনে এই বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয় ৷
অনুষ্ঠানে চরফ্যাশন সরকারি কলেজের অধ্যক্ষ কায়সার আহাম্মেদ দুলাল, শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক অধ্যাপক মিজানুর রহমান, উদ্ভিদবিদ্যা বিভাগের অধ্যাপক কামরুজ্জামান, অধ্যাপক মাহবুব, কলেজের অন্যান্য শিক্ষক-শিক্ষিকা ও কর্মচারীগণ সহ নীলিমা জ্যাকব কলেজের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন৷
ইতোপূর্বে সুনাম ও দক্ষতার সাথে চরফ্যাশন সরকারি কলেজ ইতিহাস বিভাগের প্রভাষক হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করেছেন৷ বর্তমানে চরফ্যাশন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করছেন অধ্যক্ষ মনির আহমেদ শুভ্র।