শুক্রবার, ২৭ নভেম্বর ২০২০
প্রথম পাতা » অপরাধ | জেলার খবর | বরিশাল | বিভাগের খবর | ভোলা | শিরোনাম | সর্বশেষ » ভোলায় মাদ্রাসার চাল আত্মসাত|| আটক-২।।লালমোহন বিডিনিউজ
ভোলায় মাদ্রাসার চাল আত্মসাত|| আটক-২।।লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, ভোলা প্রতিনিধি : দ্বীপজেলা ভোলার সদর উপজেলাধীন পশ্চিম ইলিশার “চর জাঙ্গালিয়া মসজিদ ও নূরানী মাদরাসা”র নামে বরাদ্দকৃত চাল উত্তোলনপূর্বক আত্মসাতের অভিযোগে মো. মজিবল হক ও ইউসুফ দালাল নামের দুই জনকে আটক করেছে পুলিশ।
শুক্রবার (২৭ নভেম্বর) বিকেলে ওই ইউনিয়নের ৮নং ওয়ার্ড এলাকার সদুর চর গ্রামের পালােয়ান বাড়ি থেকে তাদের কে আটক করা হয়। একই সময়ে ৮বস্তা চাল উদ্ধার করা হয়।
এ ঘটনার সাথে জড়িত ইউসুফ পালোয়ান নামের আরেকজন পলাতক রয়েছেন।
জানা যায়, “চর জাঙ্গালিয়া বাজার জামে মসজিদ ও নূরানী মাদ্রাসার” নামে বরাদ্দকৃত ৫টন চালের মধ্যে ২টন চাল উত্তোলন করেন মজিবল হক ও তার ভাই ইউসুফ।
উত্তোলনকৃত চাল মাদ্রাসায় না দিয়ে নিজের বাসায় রাখেন ইউসুফ। বিষয়টি কমিটির লোকজন জানতে পেরে জেলা প্রশাসক ও সাংবাদিকদের জানায়।
পরে জেলা প্রশাসকের নির্দেশে পুলিশের টিম নিয়ে মজিবল হকের বাড়ীতে অভিযান চালায় এসিল্যান্ড আবদুল্লাহ খান। এসময় তার ভাই ইউসুফের ঘর থেকে ৮বস্তা চাল উদ্ধার করা হয়। পাশাপাশি চাল আত্মসাতের অভিযোগে মজিবল হক ও ইউসুফ দালালকে আটক করা হয়। তবে তার ভাই ইউসুফ পালোয়ান পলাতক থাকায় তাকে আটক করা সম্ভব হয়নি।
চাল আত্মসাতকারীদের কঠিন শাস্তির দাবি জানিয়ে ওই মাদ্রাসার সাধারণ সম্পাদক মো. শমসের আলী জানান, মজিবল হক পালোয়ান ও ইউসুফ পালোয়ান মক্তব ও নূরানী মাদ্রাসার নাম দিয়ে ২ টন জিআর চাল উত্তোলনপূর্বক আত্মসাত করে। পরে জেলা প্রশাসক কে অবগত করা হয়।
ভোলা সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবু আবদুল্লাহ খান চাল উদ্ধার ও অভিযুক্তদের আটকের বিষয়টি নিশ্চিত করেন।