
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২০
প্রথম পাতা » জেলার খবর | তথ্যপ্রযুক্তি | বরিশাল | বিভাগের খবর | মনপুরা | শিরোনাম | সর্বশেষ » মনপুরায় ৪২তম বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন।।লালমোহন বিডিনিউজ
মনপুরায় ৪২তম বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন।।লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, রাকিবুল হাসান, মনপুরা প্রতিনিধি : ভোলার মনপুরায় উপজেলা প্রশাসনের উদ্যোগে ৪২তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে উপজেলার অডিটোরিয়াম চত্বরে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধনী করা হয়।
পরে মনপুরা উপজেলা নির্বাহী অফিসার সেলিম মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন মনপুরা উপজেলা পরিষদ চেয়ারম্যান সেলিনা আক্তার চৌধুরী।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মনপুরা উপজেলায় আ’লীগ সহ-সভাপতি এ,কে,এম শাহাজান।
অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মোঃ সুমন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ ইলিয়াছ মিয়া, সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ মিজানুর রহমান প্রমূখ।
পরে বিচারকমন্ডলী প্রত্যেকটি স্টল পরিদর্শন করে কলেজ পর্যায়ে মনপুরা সরকারী ডিগ্রী কলেজকে প্রথম, মনোয়ারো বেগম মহিলা কলেজকে দ্বিতীয় ও সাকুচিয়া আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব কলেজকে তৃতীয় এবং মাধ্যমিক পর্যায়ে সাকুচিয়া মাধ্যমিক বিদ্যালয়কে প্রথম, হাজীর হাট মডেল সরকারী মাধ্যমিক বিদ্যালয়কে দ্বিতীয় ও মনপুরা মাধ্যমিক বিদ্যালয়কে তৃতীয় ঘোষনা করে তাদের মাঝে পুরস্কার বিতরন করা হয়।