বুধবার, ২৫ নভেম্বর ২০২০
প্রথম পাতা » কোর্ট-কাচারী | জাতীয় | ঢাকা | বিভাগের খবর | রাজধানী | শিরোনাম | সর্বশেষ » আইনজীবী তালিকাভুক্তির লিখিত পরীক্ষা ১৯ ডিসেম্বর।।লালমোহন বিডিনিউজ
আইনজীবী তালিকাভুক্তির লিখিত পরীক্ষা ১৯ ডিসেম্বর।।লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, ডেস্ক : আগামী ১৯ ডিসেম্বর আইনজীবী তালিকাভুক্তির লিখিত পরীক্ষা নেয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ বার কাউন্সিল।
বুধবার (২৫ নভেম্বর) বিকেলে বার কাউন্সিলের এনরোলমেন্ট কমিটির সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়। সিদ্ধান্ত মোতাবেক আগামী ১৯ ডিসেম্বর সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরে, বুধবার সন্ধ্যায় বার কাউন্সিলের ফেইসবুক পেজে এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ১৯ ডিসেম্বর সকাল ৯টা হতে দুপুর ১টা পর্যন্ত শহরের বিভিন্ন কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে।
পরীক্ষা কেন্দ্রের নাম ও অন্যান্য নির্দেশনাবলী বার কাউন্সিলের অফিসিয়াল ওয়েবসাইটে জানিয়ে দেয়া হবে।
এর আগে, গত ২৬ সেপ্টেম্বর লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও তা স্থগিত করা হয়। এদিকে, আগে শুধু মৌখিক পরীক্ষার মাধ্যমে আইনজীবীদের সনদ দেয়া হত। তবে শিক্ষার্থীদের সংখ্যা বেড়ে যাওয়ায় এখন আইনজীবী হিসেবে তালিকাভুক্তির জন্য নৈর্ব্যক্তিক, লিখিত ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হতে হয়।
২০১৭ সালে ৩৪ হাজার শিক্ষার্থী লিখিত পরীক্ষায় অংশ নিয়েছিলো। এরপর বার কাউন্সিল আর কোনো লিখিত পরীক্ষায় নেয়নি।