বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২০
প্রথম পাতা » অপরাধ | জেলার খবর | বরিশাল | বিভাগের খবর | লালমোহন | শিরোনাম | সর্বশেষ » চরফ্যাশনে অবৈধ গ্যাকোজিমা বিক্রি করতে গিয়ে আটক লালমোহনের সেলসম্যান।।লালমোহন বিডিনিউজ
চরফ্যাশনে অবৈধ গ্যাকোজিমা বিক্রি করতে গিয়ে আটক লালমোহনের সেলসম্যান।।লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, নিজস্ব প্রতিনিধি : ভোলার লালমোহনের সদর বাজারের “মেসার্স কলরব মেডিসিন কর্ণার” এর অবৈধ ঔষধ “গ্যাকোজিমা” বিক্রি করতে গিয়ে চরফ্যাশনে আটক হয়েছে।
গত ১১ নভেম্বর (বুধবার) দুপুরে চরফ্যাশনে মার্কেটিং করতে গিয়ে ১২১পিস গ্যাকোজিমাসহ আটক হয় ওই প্রতিষ্ঠানের সেলসম্যান সুমন।
জানা যায়, গ্যাকো ফার্মার গ্যাকোজিমা মলম নকল করে তা বাজারে বিক্রি করে আসছে লালমোহন উত্তর বাজার এলাকার “মেসার্স কলরব মেডিসিন কর্ণার”। তারই ধারাবাহিকতায় গত ১১ নভেম্বর (বুধবার) ওই ঔষধ বিক্রি করতে গিয়ে পার্শ্ববর্তী উপজেলা চরফ্যাশনের কেমিষ্ট সমিতির কর্মকর্তাদের হাতে আটক হয়। পরে “মেসার্স কলরব মেডিসিন কর্ণার” এর প্রােপ্রাইটর মাওঃ মোঃ মুসা কালিমুল্লাহর অদৃশ্য শক্তির বলে সেখান থেকে ছাড় পায় তার সেলসম্যান সুমন।
এদিকে নাম প্রকাশে অনিচ্ছুক কেমিষ্ট সমিতির এক কর্মকর্তা জানান, অবৈধ গ্যাকোজিমাসহ ওই প্রতিষ্ঠানের সেলসম্যান সুমনকে আটকপূর্বক ভোলার কোথাও এ ঔষধ বিক্রি না করার শর্তে ছেড়ে দেয়া হয়েছে।
অপরদিকে ওই প্রতিষ্ঠানের মালিক গ্যাকোজিমা সম্পর্কে মন্তব্য করে বলেন, এটা আসল বা নকল কিনা তা আমার জানা নেই। তবে চরফ্যাশন কেমিষ্ট সমিতির লোকজন আমার সেলসম্যান কে আটক করে বড় আকারে ধান্দাবাজি করতে চেয়েছিল।
তবে এ ব্যাপারে জানতে মুঠোফােনে চাইলে “মেসার্স কলরব মেডিসিন কর্ণার” এর প্রোপ্রাইটর মাওঃ মোঃ মুসা কালিমূল্লাহ বিষয়টি কৌশলে এড়িয়ে যান। এসময় তার কাছ থেকে সেলসম্যান সুমনের মোবাইল নাম্বার চাইলে তিনি বলেন, তার নাম্বার আমার কাছে নেই।