বুধবার, ১৮ নভেম্বর ২০২০
প্রথম পাতা » অপরাধ | জেলার খবর | বরিশাল | বিভাগের খবর | লালমোহন | শিরোনাম | সর্বশেষ » লালমোহনে সেচ ড্রেণ বাঁচাতে গিয়ে প্রতিপক্ষের হামলায় নারীসহ আহত ৩।।লালমোহন বিডিনিউজ
লালমোহনে সেচ ড্রেণ বাঁচাতে গিয়ে প্রতিপক্ষের হামলায় নারীসহ আহত ৩।।লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, নিজস্ব প্রতিনিধি : ভোলার লালমোহন উপজেলার চরভুতায় সেচ ড্রেণ জবরদখল ও ভেঙে ফেলা থেকে বাঁচাতে গিয়ে মিনারা বেগম নামের এক নারীসহ ৩জনের উপর হামলার অভিযোগ পাওয়া গেছে।
আজ (বুধবার) সকাল সাড়ে ৯টার দিকে ওই ইউনিয়নের ৪নং ওয়ার্ড তারাগঞ্জ এলাকায় এ ঘটনা ঘটে।
আহতরা হলেন, মিনারা বেগম, তার স্বামী শফিউল্যাহ ও মেয়ে আরজু। আহতরা লালমোহন সদর হাসপাতালে ভর্তি রয়েছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, ওই এলাকার শফিউল্যাহ ম্যানেজার বাড়ির শফিউল্যাহ দীর্ঘ ২০/২৫ বছর জমি সেচের জন্য ড্রেণ করে চাষাবাদ করছেন। কিন্তু ড্রেণের পার্শ্বের কিছু জমি ক্রয় করে হানিফ গংরা। তবে এখনও দলিল না হতেই জমি দখলের জন্য শফিউল্যাহর ড্রেণ ভেঙে ফেলে।
আজ (বুধবার) সকাল সাড়ে ৯টার দিকে হানিফ ও তার স্ত্রী পারভীন, কন্যা রিপা, হেজু ও আলমগীরসহ কয়েকজন মিলে সেচ ড্রেণের বিভিন্ন স্থানে ভেঙে ফেলে। এতে বাধা দিতে গেলে মিনারা বেগমের উপরে অতর্কিত হামলা চালায় হানিফ গংরা। স্ত্রীকে বাঁচাতে গিয়ে আহত হন স্বামী শফিউল্যাহ ও মেয়ে আরজু।
এ ঘটনায় লালমোহন থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী শফিউল্যাহ।
লালমোহন থানার এসআই সায়েদুর রহমান বলেন, এ ঘটনায় উভয় পক্ষই হাসপাতালে ভর্তি রয়েছে। তবে শফিউল্যাহ থানায় অভিযোগ করলেও অন্য পক্ষ এখনও কোন অভিযোগ করেনি।