
বুধবার, ১৮ নভেম্বর ২০২০
প্রথম পাতা » জাতীয় | ঢাকা | বিভাগের খবর | রাজধানী | শিরোনাম | সর্বশেষ | স্বাস্থ্য » ‘অফিস সময়ে সরকারি চিকিৎসকরা বেসরকারি হাসপাতালে কাজ করতে পারবে না’।।লালমোহন বিডিনিউজ
‘অফিস সময়ে সরকারি চিকিৎসকরা বেসরকারি হাসপাতালে কাজ করতে পারবে না’।।লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, ডেস্ক : অফিস চলাকালীন সরকারি হাসপাতালের কোন চিকিৎসক বেসরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠানে কর্মরত থাকতে পারবে না।
তবে, কোনও কারণে কর্মরত থাকলে টাস্কফোর্স ও সংশ্লিষ্টদের অবগত করতে হবে। বুধবার স্বাস্থ্য মন্ত্রণালয়ের টাস্কফোর্স কমিটির সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।
সভায় সিদ্ধান্ত হয়, প্রতিটি হাসপাতাল, ডায়াগনস্টিক সেন্টার, ল্যাব ও ক্লিনিকে লাইসেন্স নিবন্ধন নম্বর স্পষ্টভাবে উল্লেখ থাকতে হবে। সরকারি হাসপাতালের পাশাপাশি বেসরকারি হাসপাতাল ও ক্লিনিক পরিদর্শন ও অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে টাস্কফোর্স কর্তৃক অভিযান পরিচালনার সিদ্ধান্ত হয়। এছাড়া, ১৬ নভেম্বরের মধ্যে অনিবন্ধিত প্রতিষ্ঠানগুলোর লাইসেন্স গ্রহণ না করারও সিদ্ধান্ত হয় সভায়।