বুধবার, ১৮ নভেম্বর ২০২০
প্রথম পাতা » জাতীয় | ঢাকা | বিভাগের খবর | রাজধানী | শিক্ষা | শিরোনাম | সর্বশেষ » ‘টিউশন ফি ছাড়া বাড়তি সকল ফি ফেরত দিতে নির্দেশনা’-মাউশি।।লালমোহন বিডিনিউজ
‘টিউশন ফি ছাড়া বাড়তি সকল ফি ফেরত দিতে নির্দেশনা’-মাউশি।।লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, ডেস্ক : দেশের সব বেসরকারি মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানকে চলতি বছরের ১৮ই মার্চ থেকে এ পর্যন্ত শিক্ষার্থীদের কাছ থেকে নেয়া টিউশন ফি ছাড়া সব ফি ফেরত দিতে নির্দেশনা দিয়েছে অধিদপ্তর।
বুধবার (১৮ নভেম্বর) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক প্রফেসর ড. সৈয়দ মোহাম্মদ গোলাম ফারুকের সই করা বিজ্ঞপ্তিতে এ আহ্বান জানানো হয়।
এ নির্দেশনা মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের আওতাধীন এমপিওভূক্ত ও নন এমপিওভূক্ত সব বেসরকারি মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষেত্রে প্রযোজ্য হবে। বেসরকারি মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানগুলো শিক্ষার্থীদের কাছ থেকে টিউশন ফি গ্রহণ করবে। কিন্তু এ্যাসাইনমেন্ট, টিফিন, পুনঃভর্তি, গ্রন্থাগার, বিজ্ঞানাগার, ম্যাগাজিন ও উন্নয়ন বাবদ কোনো ফি গ্রহণ করবে না বা করা হলে তা ফেরত দেবে অথবা তা টিউশন ফির সঙ্গে সমন্বয় করবে।
এছাড়া অন্য কোনো ফি যদি অব্যায়িত থাকে তা ফেরত দেবে বা টিউশন ফি’র সঙ্গে সমন্বয় করবে।