মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২০
প্রথম পাতা » জাতীয় | ঢাকা | তথ্যপ্রযুক্তি | বিভাগের খবর | রাজধানী | শিরোনাম | সর্বশেষ » ‘জাতির পিতার ভাস্কর্য নিয়ে আপত্তির বিষয়টি পর্যবেক্ষণ করছে সরকার’-কাদের।।লালমোহন বিডিনিউজ
‘জাতির পিতার ভাস্কর্য নিয়ে আপত্তির বিষয়টি পর্যবেক্ষণ করছে সরকার’-কাদের।।লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, ডেস্ক : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য স্থাপনে কিছু ইসলামি দলের আপত্তির বিষয়টি সরকার পর্যবেক্ষণ করছে বলে জানিয়েছেন সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
মঙ্গলবার সকালে সচিবালয়ে মুজিববর্ষ উপলক্ষ্যে ভারতীয় হাইকমিশনের উদ্যোগে তৈরি বিশেষ সংস্করণের হাতঘড়ি উন্মোচন অনুষ্ঠানের পর সাংবাদিকদের এ কথা বলেন ওবায়দুল কাদের।
গেল ১৩ নভেম্বর শুক্রবার রাজধানীর বিএমএ অডিটরিয়ামে বাংলাদেশ খেলাফত মজলিসের যুব সংগঠনের সমাবেশ থেকে, ধোলাইখালে বঙ্গবন্ধুর ভাস্কর্য স্থাপন বন্ধ করতে সরকারের প্রতি আহ্বান জানানো হয়। তারপর গণমাধ্যম এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে এ বিষয়ে নিন্দা জানানো হলেও সরকারের তরফ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।
মঙ্গলবার (১৭ নভেম্বর) সচিবালয়ে এক অনুষ্ঠানের পর সংবাদকর্মীদের মুখোমুখি হলে এ নিয়ে প্রশ্নের মুখে পড়েন ওবায়দুল কাদের। জবাবে জানান, বিষয়টি তাদের পর্যবেক্ষণে রয়েছে।
এর আগে, সেখানে ঢাকাস্থ ভারতীয় হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামীর সঙ্গে বৈঠক করেন সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এ সময় মুজিববর্ষ উপলক্ষ্যে ভারতীয় হাইকমিশনের উদ্যোগে বঙ্গবন্ধুর সম্মানে তৈরি করা বিশেষ সংস্করণের হাতঘড়ি উন্মোচন করেন তিনি। তিন ধরনের এসব হাতঘড়ির ডায়ালে রয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি এবং স্বাক্ষর।
মুজিববর্ষ উপলক্ষ্যে বিশেষ সংস্করণের ঘড়ি তৈরির বিষয়ে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী বলেন, ‘ঘড়িটি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে শ্রদ্ধা জানাতেই বানানো হয়েছে। বঙ্গবন্ধু বাংলাদেশের জাতির পিতা হলেও তিনি ভারতীয় জনগণের কাছেও তিনি একজন বীর।’ জাতির পিতার জন্মশতবর্ষের অনুষ্ঠানেই ঘড়ি দেয়ার কথা ছিলো কিন্তু করোনা মহামারিতে তা পিছিয়ে গেছে বলেও জানান বিক্রম দোরাইস্বামী।
ভারতের বহুজাতিক টাটা গ্রুপের বিখ্যাত ঘড়িনির্মাতা প্রতিষ্ঠান ‘টাইটান’ ঢাকাস্থ হাইকমিশনের জন্য এই বিশেষ সংস্করণের ঘড়িগুলো তৈরি করেছে।