মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২০
প্রথম পাতা » জাতীয় | ঢাকা | বিভাগের খবর | রাজধানী | শিরোনাম | সর্বশেষ | স্বাস্থ্য » করোনার ২য় ঢেউ মোকাবিলায় বিমানবন্দরেই যাত্রীদেরকে পরীক্ষা।।লালমোহন বিডিনিউজ
করোনার ২য় ঢেউ মোকাবিলায় বিমানবন্দরেই যাত্রীদেরকে পরীক্ষা।।লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, ডেস্ক : দেশে করোনার দ্বিতীয় ঢেউ মোকাবিলায় পরিস্থিতি বুঝে বিমানবন্দরেই সব যাত্রীর করোনা পরীক্ষা করা হতে পারে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।
এমনকি করোনার সংক্রমণ রোধে বিমান চলাচলও বন্ধ করে দেওয়া হতে পারে। এদিকে, রোহিঙ্গাদের ভাসানচরে পাঠানোর বিষয়ে সিদ্ধান্ত হলেও দিন-তারিখ এখনও ঠিক করতে পারছে না মন্ত্রণালয়। বাংলাদেশ ফরেন সার্ভিস একাডেমিতে সিলেট বিভাগের উন্নয়ন বিষয়ক এক অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। পরে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি জানান, করোনার দ্বিতীয় ঢেউ মোকাবিলায় বিদেশ থেকে আসা প্রত্যেকের করোনা পরীক্ষা করা হবে। এমনকি করোনা নেগেটিভ সার্টিফিকেট নিয়ে আসলেও পরীক্ষা করাতে হবে।
আরেক প্রশ্নের উত্তরে ভাসানচরে রোহিঙ্গাদের পাঠানোর দিনক্ষণ এখনও ঠিক হয়নি বলে জানান পররাষ্ট্রমন্ত্রী। রোহিঙ্গা ইস্যুতে এখন মূলত চীন ও মিয়ানমারকে নিয়ে ত্রিপক্ষীয় বৈঠকের জন্য অপেক্ষা করছে বাংলাদেশ।