সোমবার, ১৬ নভেম্বর ২০২০
প্রথম পাতা » জাতীয় | ঢাকা | তথ্যপ্রযুক্তি | বিভাগের খবর | রাজধানী | শিরোনাম | সর্বশেষ » নারীর জন্য ‘পুলিশ সাইবার সাপোর্ট ফর উইমেন’ সেবা চালু।।লালমোহন বিডিনিউজ
নারীর জন্য ‘পুলিশ সাইবার সাপোর্ট ফর উইমেন’ সেবা চালু।।লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, ডেস্ক : সাইবার বুলিংয়ের শিকার নারীদের সেবা দিতে ‘পুলিশ সাইবার সাপোর্ট ফর উইমেন’ সেবা চালু।
সাইবার জগতে ৭৩ ভাগ নারীই বুলিংয়ের শিকার। যাদের বেশিরভাগই জানেন না, কোথায় কীভাবে প্রতিকার পাবেন। এমন পরিস্থিতিতে সাইবার বুলিং থেকে রক্ষা পেতে নারীর জন্য পুলিশ সদরদপ্তর চালু করেছে বিশেষ সেবা। এই সেবার উদ্বোধন করে পুলিশ মহাপরিদর্শক বলেন, নারীর নিরাপদ সাইবার জগত দেয়ার চেষ্টা করছেন তারা।
ফেইসবুকসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিনিয়ত বুলিংয়ের শিকার হচ্ছেন নারীরা। যাদের বেশিরভাগেরই বয়স ১৬ থেকে ২৪। নারীদের এই সমস্যা থেকে রক্ষার জন্য ‘পুলিশ সাইবার সাপোর্ট ফর উইমেন’ নামের একটি সেবা চালু করা হয়েছে। সোমবার এই সেবার আনুষ্ঠানিক উদ্বোধন করেন পুলিশ মহাপরিদর্শক ড. বেনজীর আহমেদ।
সাইবার অপরাধ দিন দিন বেড়ে চলছে জানিয়ে পুলিশ প্রধান বলেন, ‘এই সেবার মাধ্যমে তাৎক্ষণিকভাবে সাইবার বুলিংয়ের প্রতিকার পাবেন ভুক্তভোগীরা।’
পুলিশের নতুন ফেইসবুক পেজে সরাসরি অভিযোগ জানানো ছাড়াও ই-মেইল, হটলাইন নম্বর এবং ৯৯৯-এর মাধ্যমেও পরিচয় গোপন রেখে এই সেবা নেয়া যাবে।