রবিবার, ১৫ নভেম্বর ২০২০
প্রথম পাতা » জেলার খবর | বরিশাল | বিভাগের খবর | ভোলা | শিরোনাম | সর্বশেষ » ভোলায় কালেক্টরেট সহকারী সমিতির কর্মবিরতি পালন।।লালমোহন বিডিনিউজ
ভোলায় কালেক্টরেট সহকারী সমিতির কর্মবিরতি পালন।।লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, ভোলা প্রতিনিধি : কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে কর্মবিরতি পালন করেছে বাংলাদেশ কালেক্টরেট সহকারী সমিতি ভোলার সদস্যরা।
রবিবার (১৫ নভেম্বর) দুই দফা দাবিতে পূর্ণদিবস কর্মবিরতি পালন করেছেন।
বিভাগীয় কমিশনারের কার্যালয়, জেলা প্রশাসকের কার্যালয়, উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় ও সহকারী কমিশনার ( ভূমি) এর কার্যালয়ে কর্মরত কর্মচারীরা পদবি পরিবর্তন এবং বেতন বৈষম্য দূর করার দাবিতে এই কর্মসূচি পালন করেন তারা।
বাংলাদেশ কালেক্টরেট সহকারী সমিতি ভোলা জেলা শাখার সভাপতি আব্দুল মান্নান জানান, পদবি পরিবর্তন এবং বেতন বৈষম্য দূর করার দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে তারা এই কর্মসূচি পালন করেন।
এ সময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ কালেক্টরেট সহকারী সমিতি ভোলা জেলা শাখার সহ সভাপতি তরিকুল ইসলাম, সাধারন সম্পাদক নাইমুল হাসান, সাংগঠনিক সম্পাদক মোঃ মাকসুদুর রহমান সহ অন্যান্য নেতৃবৃন্দ।