বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২০
প্রথম পাতা » জেলার খবর | বরিশাল | বিভাগের খবর | লালমোহন | শিরোনাম | সর্বশেষ » লালমোহনে তিন সন্তানের জনকের মরদেহ উদ্ধার।।লালমোহন বিডিনিউজ
লালমোহনে তিন সন্তানের জনকের মরদেহ উদ্ধার।।লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, নিজস্ব প্রতিনিধি : ভোলার লালমোহন উপজেলা কালমা থেকে মোঃ নিরব (৩৫) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছেন পুলিশ।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে ওই ইউনিয়নের ৪নং ওয়ার্ড চর ছকিনা গ্রামে নিহতের নিজ বসতঘর থেকে লাশ উদ্ধার করা হয়।
নিহত মোঃ নিরব ওই বাড়ির নজরুল ইসলামের ছেলে। ২মেয়ে ও ১ ছেলের জনক সে।
নিহতের পরিবারের বরাতে পুলিশ জানায়, নিরব গতকাল (বুধবার) রাতে ঘর থেকে বের হয়ে আর ফেরেনি। সকালে স্থানীয়রা তার লাশ দেখতে পেয়ে ঘরে আনে। পরিবারের ধারণা রাতে সুপারি গাছ থেকে পড়ে তার মৃত্যু হতে পারে। তবে কেউ তাকে গাছে উঠতে দেখেনি। এদিকে সংবাদ পেয়ে নিহতের লাশ উদ্ধার করে লালমোহন থানা পুলিশ।
লালমোহন থানা অফিসার ইনচার্জ(ওসি) মোঃ মাকসুদুর রহমান মুরাদ বলেন, লাশ উদ্ধার করা হয়েছে। মৃত্যুর কারণ উদঘাটনে লাশ ময়নাতদন্তের জন্য ভোলায় প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় একটি ইউডি মামলা দায়ের হয়েছে বলেও জানান থানার এ কর্মকর্তা।