বুধবার, ১১ নভেম্বর ২০২০
প্রথম পাতা » জাতীয় | ঢাকা | বিভাগের খবর | মুক্তমত | রাজধানী | শিক্ষা | শিরোনাম | সর্বশেষ » নোট ও গাইড নির্ভরতা কমানোর আহবান শিক্ষামন্ত্রীর।।লালমোহন বিডিনিউজ
নোট ও গাইড নির্ভরতা কমানোর আহবান শিক্ষামন্ত্রীর।।লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, ডেস্ক : নোট ও গাইড নির্ভরতা কমিয়ে পাঠ্যপুস্তকমুখী হওয়ার জন্য শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
বুধবার (১১ নভেম্বর) দুপুরে শিক্ষা বিটের সাংবাদিকদের সংগঠন- বাংলাদেশ এডুকেশন রিপোর্টার্স ফোরাম আয়োজিত ভার্চুয়াল আলোচনায় একথা বলেন শিক্ষামন্ত্রী। তিনি আরও বলেন, ‘শিক্ষার মান উন্নয়নের পাশাপাশি শিক্ষা সংক্রান্ত ব্যয় কমাতে সরকার সচেষ্ট রয়েছে।’
এ সময় পরীক্ষা নির্ভর ও সনদ সর্বস্ব শিক্ষা ব্যবস্থার পরিবর্তে শিক্ষাব্যবস্থাকে আনন্দময় করে তোলার কথা জানান শিক্ষা মন্ত্রী। দেশের ১ হাজার ১শ’ ২৬ জন শিক্ষার্থীর মধ্যে জরিপ চালিয়ে বাংলাদেশ এডুকেশন রিপোর্টার্স ফোরাম জানায়, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের ৬৩ শতাংশ শিক্ষার্থী অনলাইন শিক্ষা কার্যক্রমে অংশগ্রহণ করছে।