সোমবার, ৯ নভেম্বর ২০২০
প্রথম পাতা » জাতীয় | ঢাকা | বিভাগের খবর | রাজধানী | শিরোনাম | সর্বশেষ | স্বাস্থ্য » দেশে করোনা আক্রান্ত হয়ে আরও ২৫ জনের মৃত্যু।।লালমোহন বিডিনি্উজ
দেশে করোনা আক্রান্ত হয়ে আরও ২৫ জনের মৃত্যু।।লালমোহন বিডিনি্উজ
লালমোহন বিডিনি্উজ, ডেস্ক : দেশে করোনায় আরও ২৫ জন মারা গেছেন। এ নিয়ে মোট প্রাণ গেল ৬ হাজার ৯২ জনের।
সোমবার (৯ নভম্বের) দুপুরে করোনাভাইরাসের বিষয়ে স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সেখানে বলা হয়, গেল ২৪ ঘণ্টায় ১৪ হাজার ৪২ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছে এক হাজার ৬শ’ ৮৩ জন। এ নিয়ে মোট করোনা শনাক্ত চার লাখ ২১ হাজার ৯শ’ ২১ জন।
একদিনে আরও এক হাজার ৬শ’ ২৩ জন সুস্থ হয়েছেন। মোট সুস্থ তিন লাখ ৩৯ হাজার ৭শ’ ৬৮ জন। ২৪ ঘণ্টায় শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮০ দশমিক ৫ তিন শতাংশ। আর মৃত্যুহার এক দশমিক চার চার শতাংশ।