রবিবার, ৮ নভেম্বর ২০২০
প্রথম পাতা » জেলার খবর | বরিশাল | বিভাগের খবর | মনপুরা | শিরোনাম | সর্বশেষ » মনপুরায় সড়ক দুর্ঘটনায় স্কুল ছাত্র আহত, উন্নত চিকিৎসার্থে ঢাকায় প্রেরণ।।লালমোহন বিডিনিউজ
মনপুরায় সড়ক দুর্ঘটনায় স্কুল ছাত্র আহত, উন্নত চিকিৎসার্থে ঢাকায় প্রেরণ।।লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, মনপুরা : ভোলার মনপুরায় হুন্ডা, নচিমন ও বাইসাইকেলে মুখামুখি সংঘর্ষ গুরুগত আহত স্কুল ছাত্র জিসান, উন্নত চিকিৎসা জন্য স্কুল ছাত্র জিসানকে ঢাকা মেডিকেল হাসপাতালে প্রেরণ করা হয়।
শনিবার সন্ধ্যা (৫টায়) উপজেলা দিঘীর পাড় স্বপ্নছোড়ার ত্রিমুখী রাস্তা থাকায় এই সংঘর্ষ ঘটে।পরে তাকে গুরুতর অবস্থা মনপুরা হাসপাতালে নেওয়া হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, নচিমনের ও হুন্ডা অতিরিক্ত গতিবেগে দিশেহারা হয়ে পরেন স্কুল ছাত্র জিসান।
স্থানীয়দের মাধ্যমে জানা যায়, মনপুরা ২নং হাজির হাট ইউনিয়ন চরফৈয়জুদ্দীন ৭নং ওয়ার্ডের বাসিন্দার শাহে আলম এর ছেলে। জিসান হাজির হাট সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্র বলে জানান প্রধান শিক্ষক আলমগীর হোসেন।
এই দুর্ঘটনার খবর পেয়ে মনপুরা হাসপাতালে ছুটে যান উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা সেলিম মিয়া।জিসানের অবস্থার অবনতি দেখে ডাক্তার এর সাথে পরামর্শ করে নগদ ৫হাজার টাকা দিয়ে ঢাকায় প্রেরন করেন।
জিসানের মা জানান, ছেলে বিকালে বাড়ি থেকে স্কুলে আসেন পরিক্ষার এসাইনমেন্টের জন্য।
মনপুরা হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার শিপন পাল জানান, জিসানের অবস্থা খুবই আশংকা জনক হওয়া প্রাথমিক চিকিৎসা দিয়ে, উন্নত চিকিৎসা জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।