রবিবার, ৮ নভেম্বর ২০২০
প্রথম পাতা » কোর্ট-কাচারী | চট্টগ্রাম | জাতীয় | ঢাকা | বিভাগের খবর | রাজধানী | শিরোনাম | সর্বশেষ » সাবেক মেয়র মীর মোহাম্মদ নাছির উদ্দিনের জামিন নামঞ্জর।।লালমোহন বিডিনিউজ
সাবেক মেয়র মীর মোহাম্মদ নাছির উদ্দিনের জামিন নামঞ্জর।।লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, ডেস্ক : দুর্নীতি দমন কমিশন- দুদকের করা মামলায় সাবেক বিমান পরিবহন প্রতিমন্ত্রী ও চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মীর মোহাম্মদ নাছির উদ্দিনকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।
রবিবার (৮ নভেম্বর) ঢাকার বিশেষ জজ-২ এর বিচারক রুহুল ইমরানের আদালতে আত্মসমর্পন করে জামিনের আবেদন করেন মীর নাছিরের আইনজীবী। শুনানি শেষে বিচারক তার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।
গত ১৫ই অক্টোবর প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে চার সদস্যের বিচারপতির আপিল বেঞ্চ সাজা বহাল রেখে হাইকোর্টের দেয়া রায়ের বিরুদ্ধে আপিলের অনুমতি চেয়ে করা আবেদন খারিজ করেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।
আবেদন খারিজের পর হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী আজ নিন্ম আদালতে আত্নসমর্পণ করেন মীর নাছির। শুনানি শেষে আদালত তাকে কারাগারে প্রেরণ করেন।
ওয়ান-ইলেভেনের সময় ২০০৭ সালের ৬ মার্চ অবৈধ সম্পদ অর্জন এবং সম্পদের তথ্য গোপনের অভিযোগে মীর নাছির ও তার ছেলে মীর হেলালের বিরুদ্ধে গুলশান থানায় মামলা করে দুদক।