রবিবার, ৮ নভেম্বর ২০২০
প্রথম পাতা » আন্তর্জাতিক | জাতীয় | মুক্তমত | শিরোনাম | সর্বশেষ » যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বাইডেনকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ বিশ্বনেতাদের অভিনন্দন।।লালমোহন বিডিনিউজ
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বাইডেনকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ বিশ্বনেতাদের অভিনন্দন।।লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, ডেস্ক : যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় জো বাইডেনকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ বিশ্বনেতারা।
রবিবার (৮ নভেম্বর) নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেনকে অভিনন্দন বার্তা পাঠান প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এছাড়া টুইটারে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রপ্রধানরা লিখেন, বাইডেনের এই জয়ের দিন যুক্তরাষ্ট্র ও ইউরোপের জন্য বিশেষ দিন হয়ে থাকবে। বাইডেনকে অভিনন্দন জানিয়ে শিগগিরই একসঙ্গে কাজ শুরুর ব্যাপারে আশা প্রকাশ করেন ইইউ কাউন্সিল প্রধান উরসুলা ভান দের লেয়েন। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন লিখেছেন, বর্তমান চ্যালেঞ্জগুলো মোকাবিলায় বাইডেনের সঙ্গে কাজ করবেন তিনি।
এদিকে, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী টুইটারে লিখেছেন, আবারও যুক্তরাষ্ট্র ও ভারতের সম্পর্ক নতুন উচ্চতায় নিতে কাজ করবে দুই দেশ। পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান আশা করেন, আফগানিস্তানসহ গোটা অঞ্চলে শান্তি প্রতিষ্ঠায় বাইডেন কাজ করবেন। বাইডেনকে অভিনন্দন জানিয়েছেন ইরাকের প্রেসিডেন্ট, আবু ধাবির যুবরাজ ও জর্ডানের বাদশাসহ মধ্যপ্রাচ্যের নেতারা।