শনিবার, ৭ নভেম্বর ২০২০
প্রথম পাতা » জাতীয় | ঢাকা | বিভাগের খবর | মুক্তমত | রাজধানী | শিরোনাম | সর্বশেষ » কৃষকের উৎপাদিত পণ্য সঠিকভাবে বাজারজাতে নজর দেয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর।।লালমোহন বিডিনিউজ
কৃষকের উৎপাদিত পণ্য সঠিকভাবে বাজারজাতে নজর দেয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর।।লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, ডেস্ক : কৃষকের উৎপাদিত পণ্য যেন সঠিকভাবে বাজারজাত হয়, সেদিকে বিশেষ নজর দেয়া হচ্ছে বলে জা্নিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শনিবার (৭ নভেম্বর) জাতীয় সমবায় দিবস উদযাপন ও পুরস্কার প্রদান অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। আজ শনিবার গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত ৪৯তম জাতীয় সমবায় দিবস-২০২০ উদযাপন এবং জাতীয় সমবায় পুরস্কার-২০১৯ প্রদান অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্রধানমন্ত্রী বলেন, আওয়ামী লীগ জনগণের সরকার, জনগণের জন্য কাজ করে যাওয়াই একমাত্র লক্ষ্য। তৃণমূলের উন্নয়নে বিশ্বাসী তার সরকার। তাই কৃষকের উৎপাদিত পণ্য যেন সঠিকভাবে বাজারজাত হয়, সেদিকে বিশেষ নজর দেয়া হচ্ছে।
তিনি আরো বলেন, একটি যুদ্ধ বিধ্বস্ত দেশকে গড়ে তুলতে সমবায় সমিতির ওপর গুরুত্ব দিয়েছিলেন জাতির পিতা। জাতির পিতা সংবিধানে সমবায়ের কথা বলে গেছেন। বহুমাত্রিক সমবায়ের কথা বলেছেন। একা খাবো- এই মানসিকতা পরিহার করে নিজে খাবো সকলকে নিয়ে খাবো এই মানসিকতা নিয়ে কাজ করুন আপনারা। সমবায়ের মাধ্যমেই দেশকে উন্নত করা সম্ভব, তাই দেশগ্রেমে উদ্বুদ্ধ হয়ে এই পদ্ধতির সঙ্গে জড়িত সদস্যদের জনকল্যাণে কাজ করার আহ্বান জানান শেখ হাসিনা।
করোনভাইরাসের দ্বিতীয় সংক্রমণ রোধে সবাইকে আবারো স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য বিশেষভাবে অনুরোধ জানান শেখ হাসিনা। শেখ হাসিনা বলেন, সামনে শীত আসছে। শীতে করোনার প্রকোপ কিছুটা বাড়ে। সেখান থেকে নিজেদের সুরক্ষিত রাখতে হবে। আমরা যে স্বাস্থ্য নির্দেশনা দিয়েছি সেগুলো মেনে চলতে হবে। ইউরোপের অনেক দেশ কিন্তু লকডাউন ঘোষণা করেছে, আমরা এখনো করোনা নিয়ন্ত্রণে রাখতে পেরেছি।