বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২০
প্রথম পাতা » জাতীয় | ঢাকা | তথ্যপ্রযুক্তি | বিভাগের খবর | রাজধানী | শিরোনাম | সর্বশেষ » পদ্মাসেতুর ৩৬তম স্প্যান বসানোর কাজ চলছে।।লালমোহন বিডিনিউজ
পদ্মাসেতুর ৩৬তম স্প্যান বসানোর কাজ চলছে।।লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, ডেস্ক : কারিগরি জটিলতা দেখা না দিলে আজই বসবে পদ্মাসেতুর ৩৬তম স্প্যান। ওয়াব-বি’ নামের স্প্যানটি বসানো হবে সেতুর মাওয়া প্রান্তের ২ ও ৩ নম্বর পিলারের ওপর। এ স্প্যনটি বসানো হলে দৃশ্যমান হবে ৫ হাজার ৪০০ মিটার সেতু।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকাল ১০টার দিকে মুন্সিগঞ্জের মাওয়া কন্সট্রাকশন ইয়ার্ড থেকে ভাসমান ক্রেনের মাধ্যমে ১৫০ মিটার দৈর্ঘ্যের স্প্যানটিকে নিয়ে যাওয়া হয় নির্ধারিত পিলারের কাছে।
সবকিছু ঠিকঠাক থাকলে তাহলে আজই বসিয়ে দেওয়া হবে। যদি স্প্যান বসানোর জন্য পর্যাপ্ত সময় না পাওয়া যায় তাহলে আগামীকাল পিলারের ওপর স্প্যান বসানোর কাজ শুরু হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
মুন্সিগঞ্জের মাওয়া প্রান্তের ৮ ও ৯ নম্বর পিলারের ওপর স্প্যানটি বসানো হলে ৪১টির মধ্যে মাত্র ৫টি স্প্যান বাকি থাকবে। এরইমধ্যে ৩৫টি স্প্যান বসিয়ে দৃশ্যমান হয়েছে সেতুর ৫ হাজার ২৫০ মিটার।