বুধবার, ৪ নভেম্বর ২০২০
প্রথম পাতা » জাতীয় | ঢাকা | বিভাগের খবর | রাজধানী | রাজনীতি | শিরোনাম | সর্বশেষ » ‘সামাজিক যোগাযোগ মাধ্যমে উদ্দেশ্যমূলক গুজব ছড়ানো হচ্ছে’-কাদের।।লালমোহন বিডিনিউজ
‘সামাজিক যোগাযোগ মাধ্যমে উদ্দেশ্যমূলক গুজব ছড়ানো হচ্ছে’-কাদের।।লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, ডেস্ক : একটি মতলবি মহল ধর্মসহ নানা বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে উদ্দেশ্যমূলক গুজব ছড়িয়ে রাষ্ট্র ও সরকারের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
বুধবার (০৪ নভেম্বর) দুপুরে এক ভিডিও বার্তায় একথা বলেন তিনি।
তিনি বলেন, উসকানিমূলক পোস্ট শাস্তিযোগ্য অপরাধ। আমরা গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করেছি- সম্প্রতি ধর্মীয় ইস্যুসহ নানান ইস্যুতে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি মতলবি-মহল উদ্দেশ্যমূলক গুজব ছড়াচ্ছে, রাষ্ট্র ও সরকারের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। তারা সামাজিক শান্তি, স্বস্তি এবং আমাদের ঐতিহ্যগত সব ধর্মের মানুষের বন্ধুত্বপূর্ণ সহাবস্থান নষ্ট করতে চায়। এসব মিথ্যা প্রচারণা নিঃসন্দেহে শাস্তিযোগ্য অপরাধ।
তিনি আরও বলেন, সম্প্রতি লালমনিরহাটের পাটগ্রাম এবং কুমিল্লার মুরাদনগরে দুটি ঘটনা অত্যন্ত দুঃখজনক। আমাদের প্রতিটি ধর্মের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে। হতে হবে পরধর্ম সহিষ্ণু। কেউ কারও ধর্মবিশ্বাসে আঘাত করে বা কটাক্ষ করে পোস্ট দেয়া প্রত্যাশিত নয়।
এ সময় আইন নিজের হাতে তুলে না নিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তা নেয়ার পরামর্শ দেন তিনি।