মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২০
প্রথম পাতা » আন্তর্জাতিক | জাতীয় | রাজনীতি | শিরোনাম | সর্বশেষ » শেষ মুহূর্তের প্রচারণা ট্রাম্প-বাইডেন’র।।লালমোহন বিডিনিউজ
শেষ মুহূর্তের প্রচারণা ট্রাম্প-বাইডেন’র।।লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, ডেস্ক : আজ সোমবার (৩ নভেম্বর) শেষ মুহূর্তে গুরুত্বপূর্ণ অঙ্গরাজ্যগুলোতে নির্বাচনি প্রচার চালিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন।
শেষ দিন নর্থ ক্যারোলাইনা, পেনসিলভানিয়া, উইসকনসিন ও মিশিগান সফর করেছেন ট্রাম্প। মিশিগানে ট্রাম্প বলেছেন, ক্ষমতায় এলে কয়েক সপ্তাহের মধ্যে করোনার টিকা ব্যাপকভাবে বিতরণ করা হবে। বাইডেন যুক্তরাষ্ট্রকে কারাগার বানানোর চেষ্টা করছেন বলেও অভিযোগ করেন ট্রাম্প।
এদিকে, শেষ দিনে পেনসিলভানিয়া ও ওহাইও অঙ্গরাজ্যে প্রচার চালিয়েছেন বাইডেন। পেনসিলভানিয়ায় তিনি বলেন, দেশ পরিবর্তনের ক্ষমতা এখন জনগণের হাতে। ট্রাম্প যত কিছুই করুক মানুষকে ভোট দেয়া থেকে বিরত রাখতে পারবে না।
জাতীয় জনমত জরিপে এখন পর্যন্ত ভালো ব্যবধানে এগিয়ে আছেন বাইডেন। এরইমধ্যে দেশটির প্রায় ১০ কোটি মানুষ আগাম ভোট দিয়েছেন।