
সোমবার, ২ নভেম্বর ২০২০
প্রথম পাতা » অপরাধ | জেলার খবর | বরিশাল | বিভাগের খবর | লালমোহন | শিরোনাম | সর্বশেষ » লালমোহনে প্রতিপক্ষের জমিতে জোরপূর্বক ঘর তোলার অভিযোগ।।লালমোহন বিডিনিউজ
লালমোহনে প্রতিপক্ষের জমিতে জোরপূর্বক ঘর তোলার অভিযোগ।।লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, লালমোহন প্রতিনিধি : ভোলার লালমোহন উপজেলাধীন সদর ইউনিয়নের ১নং ওয়ার্ড কর্তারকাচারি এলাকায় প্রতিপক্ষের জমিতে জোরপূর্বক ঘর তুলে জমি জবরদখলের অভিযোগ পাওয়া গেছে।
গত শুক্রবার (৩০ অক্টোবর) ওই এলাকার সুলতান আহম্মদ চৌকিদার বাড়ির দরজায় এ ঘটনা ঘটে।
অভিযোগ সূত্রে জানা যায়, সুলতান আহম্মদ চৌকিদার বাড়ির মৃত রতন মিয়ার ছেলে কামাল হোসেন সাখাওয়াতের ক্রয়কৃত ১০শতাংশ জমির (বাগান) উপর নজর পরে একই বাড়ির মৃত সেলামত উল্যাহর ছেলে বজলুর রহমান হেজুর।
সাখাওয়াত পেশায় ড্রাইভার এবং ঢাকায় থাকার সুবাধে তার জমি জবরদখলে মেতেছে হেজু গংরাু, এমন অভিযোগ ভুক্তভোগীর। এ বিষয়ে হেজু মিয়ার বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন সাখাওয়াত।
সাখাওয়াত জানান, থানায় অভিযোগ দায়ের করলে ঘর তুলতে বারণ করে উভয় পক্ষকে নিয়ে গত ২৪ অক্টোবর ফয়সালার দিন ধার্য করে থানা পুলিশ। কিন্তু পুজার কারণে তারিখ পিছিয়ে গেলে আমি ঢাকায় কর্মে ফিরে যাই। এ সুযোগে হেজু গংরা গত শুক্রবার স্থানীয় সন্ত্রাসী নিয়ে আমার বাগানের ফলজসহ বিভিন্ন প্রজাতির গাছ কেটে জমি দখলের উদ্দেশ্যে জোরপূর্বক ঘর তোলে।
এ বিষয়ে জানতে চাইলে হেজু মিয়া বলেন, আমার ক্রয়কৃত জমিতে ঘর তুলেছি।
জানতে চাইলে লালমোহন থানার এএসআই মিজানুর রহমান বলেন, ঘটনার দিন আমি জরুরি কাজে লালমোহনের বাইরে ছিলাম। আমি উভয় পক্ষকে থানায় আসতে বলেছি।
এদিকে হেজু গংদের জবরদখল বন্ধ ও ন্যায় বিচার পাওয়ার স্বার্থে স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন ভূক্তভোগী কামাল হোসেন সাখাওয়াত।