সোমবার, ২ নভেম্বর ২০২০
প্রথম পাতা » জাতীয় | ঢাকা | বিভাগের খবর | রাজধানী | শিরোনাম | সর্বশেষ » ‘একটি মহল সংঘাত সৃষ্টির পাঁয়তারা করছে’-প্রধানমন্ত্রী।।লালমোহন বিডিনিউজ
‘একটি মহল সংঘাত সৃষ্টির পাঁয়তারা করছে’-প্রধানমন্ত্রী।।লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, ডেস্ক : দেশের সুন্দর পরিবেশ নষ্ট করে একটি মহল সংঘাত সৃষ্টির পাঁয়তারা করছে বলে অভিযোগ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার (২ নভেম্বর) সকালে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকের শুরুতে তিনি আরও বলেন, সংঘাতে উসকানিদাতাদের গ্রেপ্তার করলেই এরাই আবার সরকারের বিরুদ্ধে বাক স্বাধীনতা হরণের অভিযোগ করে।
প্রধানমন্ত্রী বলেন, ষড়যন্ত্রে ব্যর্থ হয়ে স্বার্থান্বেষী ওই মহল সরকারের বিরুদ্ধে সমালোচনা শুরু করেছে। কারণ বাংলাদেশের কোনো অগ্রগতি ওই গোষ্ঠীর কাঙ্ক্ষিত নয়। দেশ ভালো অবস্থানে যাবে, অর্থনীতিতে গতি আসবে, আন্তর্জাতিক সংস্থাগুলোর আশঙ্কা পেছনে ফেলে এগিয়ে যাবে- সেটা ওই গোষ্ঠীর পছন্দ হয় না৷
যখনই দেশের অবস্থার পরিবর্তন হতে শুরু করেছে দেশবিরোধী ওই গোষ্ঠীর গায়ে জ্বালা ধরে গেছে বলে মন্তব্য করেন শেখ হাসিনা।