রবিবার, ১ নভেম্বর ২০২০
প্রথম পাতা » জেলার খবর | ধর্ম-কর্ম | বরিশাল | বিভাগের খবর | মনপুরা | মুক্তমত | শিরোনাম | সর্বশেষ » ফ্রান্সে বিশ্বনবীর ব্যঙ্গচিত্র প্রদর্শন: প্রতিবাদে মনপুরায় বিক্ষোভ সমাবেশ ও স্মারকলিপি প্রদান।।লালমোহন বিডিনিউজ
ফ্রান্সে বিশ্বনবীর ব্যঙ্গচিত্র প্রদর্শন: প্রতিবাদে মনপুরায় বিক্ষোভ সমাবেশ ও স্মারকলিপি প্রদান।।লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, মনপুরার প্রতিনিধি : মহানবী হযরত মুহাম্মদ (স.) কে নিয়ে ফ্রান্সের প্রেসিডেন্টের কুরুচিপূর্ণ বক্তব্য ও ম্যাগাজিনে ব্যঙ্গচিত্র প্রকাশের প্রতিবাদে ভোলার মনপুরায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ধর্মপ্রাণ মুসল্লিরা।
রবিবার (১ নভেম্বর) সকালে উপজেলার বিভিন্ন মসজিদ থেকে মুসুল্লিগণ একত্রিত হয়ে বিক্ষোভ মিছিল বের করে এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে স্থানীয় হেলিপ্যাড মাঠে এসে সমবেত হয়।
পরে মহানবীকে অপমানের প্রতিবাদে সমাবেশ করেন মুসল্লিরা।
জাতীয় ইমাম সমিতি মনপুরা উপজেলা শাখার সভাপতি মাও. মফিজুল ইসলামের সভাপতিত্বে ও হাফেজ মাও. সিহাব উদ্দিন সঞ্চালনায় প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, হাফেজ আঃ মান্নান, হাজীর হাট ইউপি চেয়ারম্যান শাহরিয়ার দ্বীপক চৌধুরী, মাও. রফিকুল ইসলাম, মনপুরা ফাজিল মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল মাও. জসিম উদ্দিন, মারকাজ মসজিদের ইমাম মাও মোহাম্মদ ইউসুফ,মুফতি এনায়েত উল্লাহ কাসেমী, মাও. মাহবুবুব উদ্দিন,মনপুরা উপজেলা ইসলামি যুব আন্দোলনের সভাপতি মাও. আঃ মতিন ফয়েজী, মুফতি ইসমাইল হোসেন প্রমূখ।
এসময় ফ্রান্সের বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদের পাশাপাশি ফ্রান্সের সকল পন্য বর্জনের আহবান জানান বক্তারা। সেই সাথে জাতীয় সংসদে নিন্দা প্রস্তাব পাস, ফরাসি রাষ্ট্রদূতকে ডেকে আনুষ্ঠানিক প্রতিবাদ জানানো এবং ফ্রান্সের সাথে বাণিজ্যিক ও কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করতে সরকারের প্রতি আহ্বানও জানান তারা।
পরে মনপুরা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ সেলিম মিয়ার কাছে স্মারকলিপি হস্তান্তর করেন জাতীয় ইমাম সমিতির নের্তৃবৃন্দ।